কোহলি-বিসিসিআই: বোঝাপড়ার অভাব দেখছেন সন্দীপ

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৪:৩২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

গুঞ্জন ছিল, দুই ফর‌ম্যাটে ভারতের অধিনায়কত্ব ছাড়তে পারেন বিরাট কোহলি। সেটা অবশ্য সত্যিই হয়েছে। তবে আসন্ন বিশ্বকাপের পর সাদা বলের ক্রিকেটে শুধু টি-টোয়েন্টি থেকে সরে দাড়াবেন তিনি। এদিকে তার পছন্দের প্রধান কোচ রবি শাস্ত্রীও দিয়েছেন পদ ছাড়ার ইঙ্গিত। অন্যদিকে নতুন কোচ হিসেবে অনিল কুম্বলকে প্রস্তাব দিতে যাচ্ছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। ভারতের সাবেক এই বোলারের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক নেই বিরাটের।

সম্প্রতি বিসিসিআইয়ের সঙ্গে অধিনায়ক বিরাট কোহলির সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। গুঞ্জন ছিলো, বিশ্বকাপে খারাপ করলে তাকে বাদ দেওয়া হবে। রাখা হবে না ওয়ানডে অধিনায়কের ভূমিকায়। কথা উঠছে, ইংল্যান্ড সফরে রবিচন্দ্রন অশ্বিনকে না খেলানো নিয়েও। বিসিসিআইয়ের কিছু কর্মকর্তা মনে করেন, নিজ থেকেই সব সিদ্ধান্ত নিচ্ছেন কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিরাটের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণায়ও ক্ষুব্ধ অনেকে। এসব কারণে বিবেচনা রেখে বিসিসিআই এবং বিরাট কোহলির মধ্যে বোঝাপড়ার অভাব দেখছেন ভারতের সাবেক বিশ্বকাপজয়ী ক্রিকেটার সন্দীপ পাতিল‌।

ভারতের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মনে হয় বিসিসিআই এবং বিরাট কোহলির মধ্যে বোঝাপড়ার অভাব রয়েছে। বিরাট এক রকম বলছে আর বিসিসিআই এক রকম বলছে। এটা হতে পারে না।’

তবে বিরাটের অধিনায়কত্ব ছাড়াকে স্বাগত জানিয়েছেন পাতিল। তিনি মনে করেন এতে বিরাট কোহলি আরো বেশি ব্যাটিংয়ে মনোযোগী হবেন। তিনি বলেন, ‘বিরাটের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। অধিনায়কত্ব সব সময় মাথার মধ্যে কাজ করে। একই সময়ে ব্যাটিং করা-অধিনায়কত্ব করা মোটেও সহজ নয়! এখনকার দিনে বিষয়টা খুব সমস্যার। বর্তমান সময়ে অনেক বেশি ক্রিকেট খেলা হয়। এই সিদ্ধান্ত বিরাটকে ওর ব্যাটিংয়ে মনোনিবেশ করতে সাহায্য করবে।’

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এইচএন)