চার মাসের মধ্যে সর্বনিম্ন শনাক্ত, মৃত্যু ৩৫

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৮ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা আরও কমল। গত এক দিনে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৩৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল এ সংখ্যা ছিল ৩৮। এ নিয়ে ভাইরাসটিতে মারা গেলেন ২৭ হাজার ১৮২ জন।

এদিকে মৃত্যু কমার পাশাপাশি গত এক দিনে করোনা শনাক্তের সংখ্যাও কমেছে। গত এক দিনে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৯০ জন, যা চার মাসের (১১৮) মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ২২ মে এর চেয়ে কম শনাক্ত হয়েছিলেন। সেদিন শনাক্ত হন ১ হাজার ২৮ জন। 

শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে ১৯ হাজার ৬৬৮টি নমুনা পরীক্ষা শনাক্ত হন ১ হাজার ১৯০ জন, যাতে দৈনিক শনাক্তের হার ৬.০৫ শতাংশ। এ নিয়ে মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৪১ হাজার ৩০০ জন। শনাক্তের মোট গড় হার ১৬.৩৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে নারী ১৯ জন এবং পুরুষ ১৬ জন। এদের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রামে ৬ জন, রাজশাহীতে ৩ জন, খুলনায় ৩ জন, বরিশালে ১ জন, সিলেটে ২ জন ও রংপুর বিভাগে ১ জন মারা গেছেন। ময়মনসিংহ বিভাগে কেউ মারা যাননি।

এদিকে গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৪৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯৮ হাজার ৬৫৪ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। চলতি বছরের শুরুতে করোনাভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে ছিল। তখন শনাক্তের হারও ৫ শতাংশের নিচে নেমেছিল। তবে গত মার্চ মাস থেকে মৃত্যু ও শনাক্ত আবার বাড়তে থাকে। জুলাই মাসজুড়ে পরিস্থিতি বেশি মারাত্মক পর্যায়ে থাকলেও সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে কমছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা।

ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/ইএস