‘ম্যাড কাউ’ রোগের উৎস খুঁজতে তদন্ত শুরু

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ব্রিটিশ কর্মকর্তারা সাধারণভাবে ‘ম্যাড কাউ’ রোগ হিসেবে পরিচিত বোভাইন স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি (বিএসই) এর একটি কেস শনাক্ত করেছেন। যুক্তরাজ্যের সোমারসেটের একটি ফার্মে শুক্রবার এই রোগ শনাক্ত হওয়ার পর নড়েচড়ে বসেছে দেশটির কর্তৃপক্ষ। রোগের উৎস খুঁজতে একটি তদন্ত দল ইতোমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে। সূত্র: ডেইলি মেইল।

অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্ট হেলথ এজেন্সি (এপিএইচএ)জানিয়েছে, মৃত প্রাণীটিকে দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের সোমারসেটের একটি খামার থেকে সরানো হয়েছে।

এজেন্সি আরো জানিয়েছে, ‘খামারটিতে এখন আর খাদ্য নিরাপত্তার কোনো ঝুঁকি নেই।’

প্রধান ভেটেরিনারি অফিসার ক্রিস্টিন মিডলমিস বলেন, ‘যুক্তরাজ্যের খাদ্য নিরাপত্তার সামগ্রিক ঝুঁকি নিয়ন্ত্রিত রয়েছে এবং জনস্বাস্থ্যে কোনো ঝুঁকি নেই।’

এপিএইচএ বলছে, তারা এ বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দেখবে। যে স্থান থেকে এই রোগ ধরা পড়েছে সেখানে, সম্ভাব্য যেসব উৎস থেকে এই রোগ সৃষ্টি হতে পারে তার সব বিষয় নিয়েই তদন্ত হবে। নির্ধারিত সময়ের মধ্যেই তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয়া হবে।

(ঢাকাটাইমস/১৮ সেপ্টেম্বর/এসইউএল)