রবিবার থেকে টিসিবির ট্রাকে মিলবে পেঁয়াজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২১, ২৩:৩০
ফাইল ছবি

আগামীকাল রবিবার (১৯ সেপ্টেম্বর) থেকে দেশজুড়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকে নিত্যপণ্য পেঁয়াজও বিক্রি করা হবে।

শনিবার রাতে টিসিবির যুগ্ম পরিচালক ও মুখপাত্র মো. হুমায়ুন কবির এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানান।

বার্তায় জানানো হয়, দেশে রবিবার থেকে টিসিবির ট্রাকে পেঁয়াজ বিক্রি করা হবে। প্রতি কেজি ৩০ টাকা দরে একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি পর্যন্ত পেঁয়াজ কিনতে পারবেন।

টিসিবি জানায়, ডিলারদের প্রতিটি ট্রাকে ৩০০-৬০০ কেজি পর্যন্ত পেঁয়াজ বরাদ্দ দেওয়া হয়েছে। বিগত বছরের অভিজ্ঞতার আলোকে চলতি বছর সেপ্টেম্বর মাসে আমদানিকৃত পেঁয়াজ বিক্রি করার আগে পরিকল্পনা অনুসারে এই পেঁয়াজ বিক্রি করা হবে। এছাড়া অন্যান্য পণ্য একই মূল্যে বিক্রি করা হবে।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :