হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে ই-কমার্স

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৪

শিগগিরই হোয়াটসঅ্য়াপেই মিলবে ‘বিজনেস ডাইরেক্টরি’। এই ফিচারের আওতায় আশপাশের সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানের খবর চলে আসবে আপনার হাতের মুঠোয়। এমনই নয়া চমক দিতে চলেছে ফেসবুকের মালিকানাধীন এই সংস্থা। আপাতত পরীক্ষামূলক ভাবে তা প্রয়োগ করা হলেও শিগগিরি এটা সকলের জন্য়ই পাওয়া যাবে। এমনটাই দাবি এক প্রযুক্তি সংক্রান্ত ওয়েবসাইটের।

শুরুতে ব্রাজিলের সাও পাওলোয় শুরু হয়েছে পরীক্ষা। এরপর ভারত ও ইন্দোনেশিয়াতেও তা প্রয়োগ করে দেখা হবে। ঠিক কেমন এই নতুন ফিচার? এবার হোয়াটসঅ্যাপের কনট্যাক্ট লিস্টে মিলবে ‘বিজনেস নিয়ারবাই’। সেখানে ট্যাপ করলেই দেখতে পাবেন সমস্ত স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের তালিকা। এরপর আপনার দরকারমতো নামটির পাশে ট্যাপ করলেই ফুটে উঠবে তার সম্পূর্ণ প্রোফাইলটি। সেখানে পণ্যের তালিকা ছাড়াও মিলবে যোগাযোগের ঠিকানা ও প্রয়োজনীয় তথ্য।

হোয়াটসঅ্যাপে শক্তিশালী ই-কমার্স সিস্টেম চালু করার লক্ষ্য রয়েছে ফেসবুকের। সেই লক্ষ্যেই এবার এই পদক্ষেপ করছে সংস্থা। এর আগেও নানা শপিং টুল এনেছে তারা। এবার হোয়াটসঅ্যাপে এই নতুন ফিচার আনতে চলেছে জুকারবার্গের সংস্থা।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা