কোহলির অন্তত একবার শিরোপা জেতা উচিত: শেবাগ

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২১, ১২:১২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) সর্বোচ্চ রানের মালিক হলেও এখন পর্যন্ত শিরোপার স্বাদ পাননি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। এই ক্রিকেট তারকার অন্তত একবার আইপিএলের শিরোপা জেতা উচিত বলে মনে করছেন ভারতীয় সাবেক ওপেনার বিরেন্দ্রর শেবাগ।

সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শেবাগের বলেন, ‘সকল অধিনায়কের জন্য আইপিএল খুবই গুরুত্বপূর্ণ। তবে কোহলির জন্য এটা একটু বেশিই গুরুত্ব বহন করে। কারণ ওর সমর্থকের সংখ্যা অনেক বেশি। আর এর সবাই কোহলির হাতে ট্রফি দেখতে চায়। অন্তত একবার ওর শিরোপা জেতা উচিত।’

তিনি আরও বলেন, ‘অদ্ভুত একটা বছর চলছে। মহামারির কারণে খেলাটাই বদলে গিয়েছে। কে জানে, এ বারেই হয়তো শিরোপা বেঙ্গালুরুর ঘরেই উঠবে।’

কোহলির শিরোপা জেতা উচিত বলে মনে করলেও এবার ফেবারিট হিসেবে অন্য ক্লাবের নামই বলেন সাবেক এই ভারতীয় ওপেনার। এ বিষয়ে তিনি বলেন, ‘আইপিএল-এর দ্বিতীয় পর্ব হবে দুবাই, আবুধাবিতে। আমার মনে হয় দিল্লি এবং মুম্বাই আবার শিরোপা জয়ের দাবিদার হয়ে উঠবে।’

তবে চলতি মৌসুমে পেছনে ফেলা যাচ্ছে না বিরাট কোহলিদের। আইপিএল বন্ধ হওয়ার আগ পর্যন্ত পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানেই রয়েছে তারা। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে অবস্থান করছে টেবিলের তিন নম্বরে। তাদের সমান ম্যাচে একই পয়েন্টে দুইয়ে চেন্নাই সুপার কিংস। আর শীর্ষে অবস্থান করা দিল্লী ক্যাপিটাল খেলেছে একটি বেশি ম্যাচ। তাদের সংগ্রহ ১২ পয়েন্ট।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এমএম)