উৎপাদনে ফিরছে আজিজ পাইপস

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫৩

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আজিজ পাইপস করোনার কারণে কাচাঁমাল জটিলতায় বন্ধ থাকার ১০ মাস পর উৎপাদনে ফেরার ঘোষণা দিয়েছে। আগামী ১ অক্টোবর থেকে কোম্পানিটি উৎপাদন শুরু করবে। 

রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এর আগে কাচাঁমাল জটিলতায় চলতি বছরের ১০ জানুয়ারি থেকে কোম্পানিটির উৎপাদন বন্ধ রয়েছে। ওই সময় কোম্পানিটি জানিয়েছিল, করোনা মহামারির কারণে সাপ্লায়াররা সময়মত পিভিসি রেসিন (প্রধান কাঁচামাল) সরবরাহ করছে না। যাতে উৎপাদন কার্যক্রম বাধাগ্রস্থ হয়। 

এছাড়া লোকাল বাজারে কাঁচামালের অস্বাভাবিক দাম বেড়েছে। যা ব্যবহারে উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে। যাতে পণ্য বাজারজাতকরণে কোম্পানি ভোগান্তিতে পড়বে। 

এই পরিস্থিতিতে কোম্পানির সি-সিফট থেকে সাময়িকভাবে উৎপাদন কার্যক্রম বন্ধ করা হয়েছে। তবে কাঁচামালের জটিলতা কেটে গেলে, আবারও উৎপাদন কার্যক্রম শুরু করা হবে।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এসকেএস/কেআর)