চুয়াডাঙ্গায় মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫২ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:২০

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইয়ামিন নামে ১৬ বছরের এক কিশোরের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। রবিবার বিকাল ৩টার দিকে বলাৎকারের শিকার ওই মাদ্রাসাছাত্রকে (১৪)সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ৮ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ডুবার মাঠে পুকুরের ধারে ঘাস কাটার কথা বলে নিয়ে তাকে বলাৎকার করে বলে বুদ্ধিপ্রতিবন্ধী ওই মাদ্রাসাছাত্রের দাবি।

বলাৎকারের শিকার ওই মাদ্রাসা ছাত্রের অভিযোগ, ৮ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে এলাকার ইয়ামিন ঘাস কাটার কথা বলে তাকে ডুবার মাঠে নিয়ে যায়। এসময় তাকে বলাৎকার করে এবং এ ঘটনা কাউকে না বলার জন্য তাকে হুমকি দেয়। রবিবার বিষয়টি জানাজানি হলে পরিবারের লোকজন চিকিৎসার জন্য তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।

সদর হাসপাতালের চিকিৎসক সোহরাব হোসেন বলেন, ১৪ বছরের এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাসপাতালে আনা হয়েছে। যেহেতু ঘটনা বেশকিছু দিন আগের, তাই তেমন কোন আলামত পাওয়া যায়নি। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি।

দামুড়হুদা মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আব্দুল খালেক বলেন, এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এলএ)