ভয়ে খালেদাকে বিদেশ যেতে দেওয়া হচ্ছে না: বিএনপি

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৮ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সরকার বেগম খালেদা জিয়াকে ভয় পায়, এজন্য তাকে চিকিৎসার জন্য বিদেশ যেতে দিচ্ছে না বলে দাবি করেছেন দলটির বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ফখরুল এই দাবি করেন।

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ছয় মাসের জন্য স্থগিত করার সিদ্ধান্ত হলেও শর্ত অনুযায়ী তিনি বিদেশ যেতে পারবেন না। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘চেয়ারপারসনের পরিবারের পক্ষ থেকে তার বিদেশে চিকিৎসার জন্য যাতে মুক্তি দেওয়া হয় সেজন্য আবেদন করা হয়েছিল। তার চিকিৎসকরাও উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু আমরা এই শর্তে খুব একটা আশ্চর্য হইনি। কারণ সরকার বেগম খালেদা জিয়াকে এত বেশি ভয় পায় যে, তাকে মুক্তি দিতে বা বিদেশে যেতে দেয় না।’

এর আগে রবিবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল চতুর্থবারের মতো খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তার ছোট ভাই শর্তসাপেক্ষে মুক্তির সময় বাড়ানোর একটি আবেদন করেছিলেন। পরীক্ষা নিরীক্ষা করে আমরা সেটি অনুমোদন দিয়েছি। শর্তগুলো সব আগের মতোই থাকবে। সে অনুযায়ী তিনি চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন না।’

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হয় খালেদা জিয়ার। পরে উচ্চ আদালতে আপিল করলে সাজা বেড়ে হয় দ্বিগুণ।

উচ্চ আদালতের আদেশের পর দিন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার রায় হয় বিচারিক আদালতে। এ মামলায় সাত বছরের কারাদণ্ড পান বিএনপি নেত্রী। ফলে মোট ১৭ বছরের কারাদণ্ড হয় সাবেক এই প্রধানমন্ত্রীর।

দুই মামলায় খালেদার জামিন নিশ্চিত করতে বিএনপির আইনজীবীদের চেষ্টা ব্যর্থ হলে তার পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করা হয়।

পরে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে দণ্ড স্থগিত হলে বিএনপি চেয়ারপারসনকে দুই শর্তে ২০২০ সালের ২৫ মার্চ মুক্তি দেওয়া হয়। শর্ত দুটি হলো- তিনি দেশেই চিকিৎসা নেবেন এবং বিদেশে যেতে পারবেন না।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/বিইউ/জেবি)