গাজীপুরের জেলা রেজিস্ট্রার ও তার স্ত্রীর সম্পদের হিসাব চায় দুদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৩
ফাইল ছবি

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গাজীপুর জেলার রেজিস্ট্রার অহিদুল ইসলাম ও তার স্ত্রীর সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (১৯ সেপ্টেম্বর) দুদক পরিচালক মো. আব্দুল গাফফার স্বাক্ষরিত চিঠিটি তার গাজীপুরের ঠিকানায় পাঠানো হয়।

চিঠি পাঠানোর বিষয়টি ঢাকা টাইমসকে নিশ্চিত করেন দুদক সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ।

দুদকের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, জ্ঞাত আয় বহির্ভূত স্বনামে বেনামে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন তার (অহিদুল ইসলাম, জেলা রেজিস্ট্রার, গাজীপুর) এবং তার স্ত্রী খুজিস্তা আক্তার বানু তাদের স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব বিবরণ দাখিল করবেন।

চিঠিতে তাদের ওপর নির্ভরশীলদের হিসাব চেয়ে বলা হয়, তাদের রেজিস্ট্রার ও তার স্ত্রী নিজেরসহ তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে/বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী আগামী ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে দাখিল করতে হবে।

নোটিশে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করলে আইন মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে কমিশন।

(ঢাকটাইমস/১৯সেপ্টেম্বর/এসআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :