মঙ্গলবার থেকে ফের শুরু হচ্ছে বিএনপির ম্যারাথন বৈঠক

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৫ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৯:১০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

আগামী দিনের কর্মপন্থা ঠিক করতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আবারো দলের নেতাদের মতামত জানবে বিএনপি। চলতি সপ্তাহের মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ধারাবাহিকভাবে এসব বৈঠক অনুষ্ঠিত হবে।

রবিবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত ১৪, ১৫, ১৬ তারিখে বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা হয়। অবশিষ্ট সদস্যদের সঙ্গে আগামী ২১, ২২, ২৩ সেপ্টেম্বর মতবিনিময় সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির শনিবারের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলেও জানান মির্জা ফখরুল।

সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সম্প্রতি প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারি দলের নেতারা জিয়াউর রহমানকে নিয়ে মিথ্যা বক্তব্য দিচ্ছে। বৈঠক মনে করে- জনগণকে বিভ্রান্ত করতে এবং গণতান্ত্রিক আন্দোলন থেকে দৃষ্টি ভিন্নখাতে নেয়ার জন্য সংসদে জিয়াউর রহমানকে নিয়ে মিথ্যা বক্তব্য দেওয়া হচ্ছে।’

এছাড়াও সম্প্রতি সংসদে ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে চালু রাখতে বিশেষ আইনের মেয়াদ পাঁচ বছর বাড়ানোর সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটি। অবিলম্বে এই বিল বাতিলের দাবি করা হয় বৈঠক থেকে।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/বিইউ/জেবি)