সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট ২২ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
| আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৭ | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৬

সুনামগঞ্জ-সিলেট সড়কে দূরপাল্লার বাস থামিয়ে চাঁদাবাজির অভিযোগে চলা পরিবহন ধর্মঘট ২২ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। চাঁদাবাজি বন্ধে প্রশাসনের ব্যবস্থা নেয়ার আশ্বাস পেয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারীরা। জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক এ বিষয়টি নিশ্চিত করেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে রবিবার দুপুরে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে এক জরুরি সভায় বসে প্রশাসন। সভায় পরিবহন শ্রমিক নেতারা তাদের দাবিগুলো উপস্থাপন করেন। সেগুলো পর্যালোচনা করে সিলেটের বাইপাস সড়কে চাঁদাবাজি বন্ধে পুলিশের চেকপোস্ট বসানো এবং কোনো রকম হয়রানি ছাড়া যাত্রীসেবা দিতে নজরদারি বৃদ্ধির আশ্বাস দেন জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন। এরপর ধর্মঘট ২২ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।

জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক বলেন, ‘প্রশাসনের আশ্বাসে আমরা ধর্মঘট ২২ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছি। এর মধ্যে আমাদের সমস্যা সমাধান না হলে আবারও লাগাতার ধর্মঘট করা হবে।’

নুরুল হক বলেন, ‘প্রশাসনের আশ্বাসে আমরা ধর্মঘট ২২ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছি। এর মধ্যে আমাদের সমস্যা সমাধান না হলে আবারও লাগাতার ধর্মঘট করা হবে।’

জেলা প্রশাসক জাহাঙ্গীর বলেন, ‘আমরা শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে কথা বলেছি। চাঁদাবাজি বন্ধে সিলেটের বাইপাস রোডে পুলিশের চেকপোস্ট বসানো হবে। যাত্রী পরিবহনে চালকদের যেন কোনো হয়রানির শিকার না হতে হয়, সেজন্য নজরদারি বাড়ানো হবে।’

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মধ্যরাতে ফের মিয়ানমারের গুলির শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত

উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক, দুর্ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি

বরগুনা প্রেসক্লাবের নামে ভুয়া কমিটি গঠনের অভিযোগ 

ঝিনাইদহে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানে জরিমানা

যারা ট্রেনে আগুন দেয় তারাই ভাড়া বৃদ্ধির গুজব ছড়ায়: রেলমন্ত্রী

আলফাডাঙ্গায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মানিকগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

সিলেটে পিকআপ-লেগুনা সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত

অবন্তিকার আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত প্রক্টর ও সহপাঠী রিমান্ডে

ফের মিয়ানমারের গুলির শব্দে কাঁপল টেকনাফের মাটি

এই বিভাগের সব খবর

শিরোনাম :