পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ২০:১২ | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৮
ছবি: সংগৃহীত

ভারতের পাঞ্জাব রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে চরণজিৎ সিং চন্নীর নাম নির্ধারণ করেছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তিনি পাঞ্জাবের দলিত রাজনীতির পরিচিত মুখ। এর আগে ক্যাপ্টেন অমরেন্দ্র সিংয়ের মন্ত্রিসভায় কারিগরি শিক্ষা বিষয়ক মন্ত্রী ছিলেন তিনি। এবার তিনিই ক্যাপ্টেনের ছেড়ে যাওয়া পদে বসতে চলেছেন। ভারতভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া সহ একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পাঞ্জাবের দায়িত্বে থাকা কংগ্রেস নেতা হরিশ রাওয়াত রবিবার বিকেলে ঘোষণা করেন, পাঞ্জাবে কংগ্রেসের পরিষদীয় দলনেতা হিসাবে চন্নীর নাম নির্দিষ্ট করা হয়েছে।

এর আগে গতকাল (শনিবার) অমরেন্দ্র সিংয়ের পদত্যাগের পর থেকেই মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসাবে একাধিক নাম উঠে আসছিল, সেই তালিকায় ছিলেন অম্বিকা সোনির মতো প্রবীণ কংগ্রেস নেতাও। মূল ঘোষণার কয়েক ঘণ্টা আগে উঠে আসে সুখজিন্দর সিং রনধাওয়ার নামও।

কংগ্রেস সূত্রে খবর, বিধায়কদের বৈঠকে সুখজিন্দরের নাম নিয়ে আপত্তি জানান কয়েকজন কংগ্রেস বিধায়ক। তাতেই শেষ পর্যন্ত উঠে আসে চরণজিতের নাম। সেই সিদ্ধান্তই চূড়ান্ত হয়। রবিবারই রাজভবনে যাওয়ার কথা রয়েছে চরণজিতের।

এর আগে শনিবার পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান ক্যাপ্টেন অমরেন্দ্র সিং। আগে থেকেই জল্পনা ছিল যে, শনিবার বিকাল পাঁচটায় কংগ্রেস বিধায়কদলের বৈঠকে তাঁকে মুখ্যমন্ত্রী পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নেয়া হতে পারে। তার ঠিক আধা ঘণ্টা আগে রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিতের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

(ঢাকাটাইমস/১৯ সেপ্টেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

প্যারিসে ইরানি কনস্যুলেটে বিস্ফোরক আতঙ্ক, সন্দেহভাজন আটক

ভারতে লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ শেষ 

ইরানে হামলায় অংশ নেয়নি যুক্তরাষ্ট্র: ব্লিঙ্কেন

ইসরায়েলের বিরুদ্ধে এখনই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা নেই: ইরানি কর্মকর্তা

ইরান-ইসরায়েল উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছিলো ইসরায়েল: মার্কিন কর্মকর্তা

পাকিস্তানের জাপানি নাগরিকদের গাড়ি লক্ষ্য করে আত্মঘাতি বোমা হামলা, হতাহত ৫

ইরানে প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু

৩টি ইসরায়েলি ড্রোন ধ্বংস করল ইরান

এই বিভাগের সব খবর

শিরোনাম :