শ্রীপুরে পেঁপে বাগান কেটে দিলো দুর্বৃত্তরা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২১, ২০:১৭

গাজীপুরে শ্রীপুরস্থ কাওরাইদ ইউনিয়নে ক্ষুদ্র নৃগোষ্ঠী কুচ সম্প্রদায়ের পেঁপে বাগান কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাতের কোনো এক সময় উপজেলার কাওরাইদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া গ্রামের মাদক চন্দ্র বর্মনের ছেলে বিপ্লব চন্দ্র বর্মনের (৩২) সাত কাঠা জমিতে লাগানো এসব পেঁপে গাছ কাটা হয়।

কৃষক মাদক চন্দ্র বর্মন জানান, সকালে বাগানে কাজ করতে গিয়ে দেখেন বাগানের অধিকাংশ গাছ কাটা। অনেক পেঁপে ধরেছিলো এ বছর। কিন্তু কে বা কারা যেনো সব গাছ কেটে দিয়েছে। সুদে টাকা এনে বাগানে খরচ করেছেন তিনি। প্রায় এক লাখ টাকা এ পর্যন্ত খরচ হয়েছে। কিন্তু একটি টাকারও পেঁপে বিক্রি করতে পারেননি। এখন কীভাবে সুদের টাকা পরিশোধ করবেন তা জানেন না।

কাওরাইদ ৩ নম্বর ওয়ার্ড মেম্বার আব্দুস সামাদ জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। এমনিতেই তারা সংখ্যালগু। তার ওপর অনেক গরিব। সবজি বাগানের সঙ্গে কাদের শত্রুতা। গরিব মানুষের হক নষ্ট করলো কারা। তাদের বিচার হওয়া দরকার।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :