নোয়াখালীতে আর্সেনিক ঝুঁকি নিরসনবিষয়ক কর্মশালা

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২১, ২০:২২

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস

নোয়াখালীতে পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্প বাস্তবায়নবিষয়ক অবহিতকরণ কর্মশালা রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ও জেন্ডার অ্যান্ড এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সোসাইটির সহযোগিতায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা কর্মশালায় অংশ নেন।

কর্মশালায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী পলাশ চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খান।

এসময় জেন্ডার অ্যান্ড এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক আসাদুজ্জামান চৌধুরী নিরাপদ পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসন বিষয়ে বিভিন্ন ধারণা প্রদান করেন।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এলএ)