রোনালদো-লিনগার্ডের পর জয়ের নায়ক ডি গিয়া

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৩ | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২১, ২১:১৩

ম্যাচের ৮৯ মিনিটে ম্যানইউকে এগিয়ে নেওয়া জেসি লিনগার্ড হতে পারতো ম্যাচের নায়ক। কিন্তু যোগ করা সময়ে ওয়েস্ট হামের পাওয়া সুযোগটা ঠেকিয়ে দিয়ে তা বনে গেলেন ডেভিড গিয়া। ডান দিকে ঝাপিয়ে রুখে দিলেন বদলি হিসেবে নামা নোবেলের স্পট কিক।

ওয়েস্ট হাম ইউনাইটেডের ঘরের মাঠ লন্ডন স্টেডিয়ামে আজ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইডেটকে দুর্দান্ত সেইভে তিন পয়েন্ট এনে দিলো গোলরক্ষক ডেভিড ডি গিয়া। বেনরাহামের গোলে পিছিয়ে থাকা দলকে প্রথমার্ধ্বেই সমতায় ফেরান রোনালদো। পরে শেষ মুহুর্তে দারুণ এক গোলে দলকে এগিয়ে নেন লিনগার্ড। অবশ্য শেষ মুহুর্তে শঙ্কা জেগেছিল ড্র-র। তবে সেটা রুখে দেন গোলরক্ষক ডি গিয়া।

শেষের দিকে দলকে এগিয়ে নেন লিনগার্ড।

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছে রোনালদোর দল ম্যানইউ। ৫ ম্যাচে ৪ জয় ১ ড্রতে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে রেড ডেভিলরা। লিগের সমান ম্যাচ খেলে একই পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। ওয়েস্ট হাম ইউনাইটেড ৯ পয়েন্ট নিয়ে আছে ৮ নম্বরে।

ইংলিশ ক্লাবের হয়ে দ্বিতীয় অভিষেকে দুর্দান্ত ছন্দে আছেন সিআরসেভেন খ্যাত ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যানইউতে অভিষেক ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে দুইটি, এরপর চ্যাম্পিয়নস লিগে ইয়ং বয়েজের মাঠে একটি আর আজ একটি। পর্তুগাল সুপারস্টারের ইউনাইটেডের এই নিয়ে তিন ম্যাচে গোলের সংখ্যা দাড়াল চারটি।

লন্ডনে আজ শুরুতে বেনরাহামের দারুণ এক গোলে এগিয়ে যায় স্বাগতিক ওয়েস্ট হাম। ৩০ মিনিটে ভারানে পাশ কাটিয়ে দারুণ এক শটে দলকে এগিয়ে নেন বেনরাহেম। পরে পাঁচ মিনিটের ব্যবধানে দ্বিতীয় সুযোগ দলকে সমতায় ফেরান রোনালদো। অবশ্য ওয়েস্ট হামের গোল রক্ষক প্রথমবার তার শট রুখে দিয়েছিল। তবে হাত থেকে বল পড়ে যাওয়ায় দ্বিতীয় সুযোগ কাজে লাগান সিআরসেভেন। সমতায় থেকেই বিরতিতে যায় দুদল।

শেষ মুহুর্তে স্পট কিক ঠেকিয়ে দলকে তিন পয়েন্ট এনে দেন ডি গিয়া।

দ্বিতীয়ার্ধ্বের শেষ পর্যন্ত আক্রমণের ধার বাড়ায় স্বাগতিকরা। কয়েকবার সুযোগও তৈরি করে ম্যানউই। তবে গোল শুন্যই থাকতে হয় ৮৮ মিনিট পর্যন্ত। শেষের দিকে ত্রাতা হয়ে আসে জেসি লিনগার্ড। ডিবক্সের ভিতরে কারিকুরিতে দারুণ এক শটে ওয়েস্ট হামের জালে বল জড়ান তিনি। তবে ম্যাচের অন্যতম আকর্ষণ তখনও জমে ছিলো।

যোগ করা সময়ে মরিয়া স্বাগতিকরা পেয়ে যান পেনাল্টি কিক। তৃতীয় মিনিটের মাথায় ইয়ারমোকেঙ্কোর ক্রস হাত লাগে লুক শয়ের। রেফারি ভিএআর দেখে সিদ্ধান্ত দেন পেনাল্টি। তখন পেনাল্টি নিতে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন মার্ক নোবেল। তবে লাভ হয়নি। ডান দিকে নেওয়া নোবেলের জোড়ালো শট রুখে দেন স্প্যানিশ গোল কিপার ডি গিয়া। আর তাতেই ২-১ ব্যবধানের জয়ে মাতে রেড ডেভিলসরা।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এইচএন)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :