ভোটের আগের দিন কাউন্সিলর প্রার্থীর ভোট বর্জন

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২১, ২১:২৮

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস

ভোট কেন্দ্রে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ না থাকায়, প্রতিপক্ষে প্রার্থীর অব্যহত হুমকি ও নেতাকর্মীদের নিরাপত্তাসহ নানা অভিযোগে সোমবার অনুষ্ঠিত নির্বাচনে ভোট বর্জন করেছেন নোয়াখালীর কবিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ডালিম প্রতীকের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আলী জিন্নাহ।

রবিবার বিকাল সাড়ে ৫টায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জন করেন এ প্রার্থী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, তিনি এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। সোমবার অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে তিনি ডালিম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। কিন্তু তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও প্রার্থীর লোকজন গত রবিবার থেকে তাকে, তার পরিবারের সদস্য ও নেতাকর্মীদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে।

জিন্নাহর সমর্থিত নেতাকর্মীদের বাড়ি ছাড়ারও হুমকি দেয়া হয়। এমন পরিস্থিতিতে নেতাকর্মী ও ভোটাররা ভয়ভীতির মধ্যে রয়েছেন। এ অবস্থায় নির্বাচনী কার্যক্রম তার পক্ষে পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছ। ভোটাররা সুষ্ঠুভাবে তাদের ভোটধিকার প্রয়োগ করতে পারবেন না। তাই তিনি ভোট বর্জন করেছেন।

একইসঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য তিনি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/কেএম)