বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে খেলতে চায় পাকিস্তান

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২১, ২২:২২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ম্যাচ শুরুর পূর্বে পুরো সফর বাতিল করায় নিউজিল্যান্ড ক্রিকেটের ওপর ক্ষোভ ও হতাশা প্রকাশ করছেন অনেকে। তবে নিরাপত্তা ইস্যুতে কিউইদের বাতিল করা সিরিজে বড় ক্ষতিই হয়েছে পাকিস্তান ক্রিকেটে। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার লক্ষ্যে পাঁচটি টি-টোয়েন্টি খেলতে চেয়েছিল বাবর-রিজওয়ানরা। কিন্তু সেটি বাতিল হওয়ায় এখন দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চাচ্ছে বাংলাদেশ বা শ্রীলংকার বিপক্ষে। যদিও সিরিজটি খেলার জন্য ব্যস্ত সূচিকে দায় দিয়ে খেলার জন্য অস্বীকার করেছে দুদেশ।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই সিরিজ খেলতে বাংলাদেশ ও শ্রীলংকাকে দেওয়া প্রস্তাবের কথা জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান। তিনি বলেন, ‘তারা তাদের শক্ত অবস্থান দেখিয়েছে। বিশ্বকাপের আগে তাদের কাছে সময় অনেক কম। (বিশ্বকাপ) আসরটি নিয়ে তাদের নির্দিষ্ট পরিকল্পনাও রয়েছে।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও লংকান ক্রিকেট বোর্ড ইতিবাচক ছিলো সিরিজ আয়োজনে। তবে বিশ্বকাপের আগে নির্দিষ্ট পরিকল্পনা থাকায় তারা এই মুহুর্তে সিরিজ খেলতে চাইছেন না। এ ব্যাপারে ওয়াসিম খান বলেন, ‘পাকিস্তান সফর করা যায় কি না এ বিষয়ে তাদের সঙ্গে পিসিবির চেয়ারম্যান কথা বলেছেন। তারাও এই ব্যাপারটি গ্রহণ করার মতো ইতিবাচক ছিলেন। কিন্তু সমস্যা হচ্ছে এমনটা হলে তাদের পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে। এছাড়াও তাদের বেশ কয়েকজন ক্রিকেটার এলোমালো অবস্থায় আছে।’

শেষ সময়ে পাকিস্তান সফর বাতিল করার কারণে নিউজিল্যান্ডের কিউইদের ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রধান হিথ মিলস জানান, নিরাপত্তার কথা। তবে নির্দিষ্ট করে না বললেও তিনি জানান, সফরের আগে ক্রিকেটারদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। 

তবে পিসিবি প্রধান নির্বাহী ওয়াসিম খান কিউইদের এমন কাণ্ডের ব্যাপারে আইসিসির কাছে নিশ্চয়তা চাওয়ার কথা জানিয়েছেন। যাতে আর কোনো দল যেন এমন কাজ না করে। তবে কিউইদের কাছে থেকে কোনো ক্ষতিপূরণের আশা দেখছেন না তিনি। ‘যেহেতু এটা দ্বিপাক্ষিক সিরিজ ছিলো। তাই নিউজিল্যান্ডের কাছ থেকে ক্ষতিপূরণ পাওয়ার আশা খুবই কম। আমরা শুধু আইসিসি বোর্ড সভায় নিশ্চয়তা চাইতে পারি যে, পরবর্তীতে যেনো এমন কিছু না হয়।’

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এইচএন)