বাংলাদেশ চাইলে নির্বাচনে সহায়তা করবে জাতিসংঘ

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২১, ২২:২৯ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১, ২২:৩১

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
ছবি: ইউএনবি

আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ চাইলে সহায়তা করতে প্রস্তুত জাতিসংঘ। এমনটি বলেছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো। রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে মিয়া সেপ্পো বলেন, ‘যদি কোনো দেশ নির্বাচনে সহযোগিতা না চায় তাহলে জাতিসংঘ সেক্ষেত্রে সহযোগিতা করে না। সবকিছু নির্ভর করে চাওয়ার উপর। সহযোগিতা কাঠামোর আওতায় জাতিসংঘ সবসময় সহযোগিতা করতে প্রস্তুত। সেক্ষেত্রে শুরুতে অনুরোধ আসতে হবে।’

অনুষ্ঠানে ডিক্যাব প্রেসিডেন্ট পান্থ রহমান এবং সাধারণ সম্পাদক একেএম মহিউদ্দিনও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মিয়া সেপ্পো রোহিঙ্গা সংকট, আফগানিস্তান ইস্যু, ভাসানচর, জলবায়ু পরিবর্তন, করোনা মোকাবেলা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট (ডিএসএ) এবং সহযোগিতা কাঠামো নিয়ে জাতিসংঘের ভাবনার কথাও তুলে ধরেন।

তিনি বলেন, ‘নারীর বিরুদ্ধে সহিংসতা বেড়ে যাওয়ার বিষয়ে জাতিসংঘ উদ্বিগ্ন। আমরা ক্রমবর্ধমান বৈষম্য নিয়েও উদ্বিগ্ন। এটি বৈশ্বিক সমস্যা। নাগরিকদের অধিকার সঙ্কুচিত হওয়ার বিষয়টি নিয়েও উদ্বিগ্ন জাতিসংঘ। অনেক দেশেই এসব সমস্যা রয়েছে।’

জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, ‘টেকসেই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও লিঙ্গ সমতা অর্জনের চ্যালেঞ্জকে করোনাভাইরাস আরও প্রসারিত করেছে। করোনা মোকাবেলা হতে হবে অন্তর্ভুক্তিমূলক।’

বাংলাদেশে ২০১৪ সালে জাতীয় নির্বাচনের আগে দুই প্রধান দলের মধ্যে সমঝোতার উদ্যোগ নিতে এসেছিলেন জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ-তারানকো।  দুই দলের উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। তবে জাতিসংঘের সেই উদ্যোগ ফলপ্রসু ছিল না।

(ঢাকাটাইমস/১৯ সেপ্টেম্বর/এসইউএল)