বিশ্বকাপে বাংলাদেশের ভালো শুরু চান তামিম

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২১, ২২:৫০ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১, ২২:৫৫

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

জুনিয়রদের ‘ফেয়ার’ করতে আসন্ন বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল। তবে দর্শকদের ভূমিকায় থাকতে যাওয়া দেশসেরা এই ওপেনার শুভকামনা জানাচ্ছেন দলকে। এবার অভিজ্ঞ এই ব্যাটসম্যান জানালেন বৈশ্বিক এ আসরে বাংলাদেশের ভালো করার মন্ত্র। তিনি বিশ্বাস করেন আসরে শুরুটা ভালো করতে পারলে অনেক দূর যাবে মাহমুদউল্লাহ-সাকিবরা।

ধারাভাষ্যকার ও সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার রাসেল আর্নল্ডের সঙ্গে ফেসবুকে ‘চিলিং উইথ রাসেল’ শো-তে আজ সন্ধ্যায় তিনি এমন আশা ব্যাক্ত করেন। একই সঙ্গে তার শঙ্কা বিশ্বকাপে স্কটল্যান্ড ও ওমানের বিপক্ষে শুরুটা কেমন হয় সেটা নিয়ে!

ড্যাশিং এই টাইগার ওপেনার বলেন, ‘প্রথম বাধা আমাদের যে কোনোভাবে পার হতে হবে, যেটা হলো বাছাইপর্ব (প্রথম রাউন্ড)। ওমান, স্কটল্যান্ডের মতো ছোট দলগুলোর বিপক্ষে একটু সতর্ক থাকতে হয়। শুরুটা ভালো করতে হবে আমাদের। ইতিহাস বলে, শুরু ভালো করলে বাংলাদেশ গোটা টুর্নামেন্ট ভালো করে। শুরুটা ভালো না হলে সমস্যা।’

বাংলাদেশ তাদের সবশেষ তিন সিরিজই জিতেছে। তবে ১৩ ম্যাচের ১০ ম্যাচই খেলেছেন মন্থর ও টার্নিং উইকেটে। কিন্তু আরব আমিরাত ও ওমানের উইকেট হয় সাধারণত স্পোর্টিং উইকেটে। তবে সেখানের উইকেট কেমন- তা প্রভাব ফেলবে বাংলাদেশ দলের ওপর। 

দেশসেরা এই ওপেনার উইকেটের প্রসঙ্গে বলেন, ‘মূল বিশ্বকাপে গিয়ে উৎকণ্ঠা জাগানিয়া হবে, কোন ধরনের উইকেট পাওয়া যাবে সেখানে। মনে রাখতে হবে, আইপিএল চলবে। উইকেটগুলো তাই ক্লান্ত থাকবে। স্পিনারদের যদি ভূমিকা রাখার সুযোগ থাকে, আমরা অবশ্যই ভালো করব বলে আমি মনে করি। উইকেট ভালো থাকলে খুব চ্যালেঞ্জিং হবে।’

বিশ্বকাপ প্রস্তুতি প্রসঙ্গে তামিম বলেছেন, ‘আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়েছি। বড় দলগুলোকে হারিয়েছি। তবে আদর্শ হতো যদি সত্যিই স্পোর্টিং উইকেটে কয়েকটি ম্যাচ খেলতে দেখতাম দলকে। কারণ, বিশ্বকাপে খেলা হবে ভিন্ন ব্যাপার।’

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এইচএন)