বাংলাদেশিদের জন্য দুয়ার খুলল জাপানের

ঢাকাটাইমস ডেস্ক
| আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ২৩:৪০ | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২১, ২৩:৩৯
ফাইল ছবি

করোনা মহামারির কারণে বাংলাদেশের ওপর যে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছির জাপান তা তুলে নিয়েছে দেশটি। ফলে এখন থেকে বাংলাদেশিরা আবার জাপানে ভ্রমণের সুযোগ পাবেন।

আগামীকাল সোমবার থেকে বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কার ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপান।

শনিবার জাপান টাইমসে প্রকাশিত এক সংবাদে এই তথ্য জানানো হয়।

গত জুনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় জাপান। এমনকি টিকা নেওয়া এবং জাপানে স্থায়ী বসবাসের অনুমতি থাকলেও প্রবেশ নিষিদ্ধ করে দেশটি। বর্তমানে সংক্রমণ পরিস্থিতির উন্নতি হওয়ায় শর্তসাপেক্ষে ফের প্রবেশাধিকার দিয়েছে জাপান।

ছয়টি দেশের ওপর থেকে এসব বিধিনিষেধ প্রত্যাহারে শুক্রবার সিদ্ধান্ত নেয় টোকিও। দেশটির করোনাকালীন কোয়ারেন্টাইন নীতিমালায়ও পরিবর্তন এসেছে। পরিবর্তিত নীতি অনুযায়ী ৪০টির বেশি দেশ ও অঞ্চলের ভ্রমণেচ্ছুদের জাপানে পৌঁছানোর পর সরকারি ব্যবস্থায় কমপক্ষে তিন দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :