উদ্বোধনী ম্যাচে মুম্বাইকে হারাল চেন্নাই

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২১, ২৩:৫২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়েই শুরু হয়েছে স্থগিত আইপিএলের বাকি অংশ। এদিন ম্যাচে আসরের দ্বিতীয়বারের দেখায় অবশ্য ২০ রানের জয় তুলে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। নিয়ন্ত্রিত বোলিংয়ে রানে পোলার্ডের মুম্বাই ৮ উইকেট হারিয়ে থামে ১৩৬ রানে। 

দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ম্যাচে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সিএসকে। ব্যাটিং ব্যর্থতার দিনে একাই খুটি হয়ে দাঁড়ান রুতুরাজ গায়রকোয়াড়। দুর্দান্ত ব্যাটিং করায় ম্যাচ সেরাও হয়েছেন তিনি।

এদিন মাত্র ২৪ রানের মধ্যেই চেন্নাই হারিয়ে ফেলে তাদের টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে। শুন্য রানে ফেরেন তিনজন। ধোনিও ব্যর্থ হন ব্যাট হাতে। তবে চাপের মুহুর্তে ব্যাট হাতে প্রথমে রবীন্দ্র জাদেজা এবং পরবর্তীতে ডোয়াইন ব্র্যাভোর সঙ্গে জুটি বেঁধে সম্মানজনক জায়গায় পৌঁছান রুতুরাজ। তার ৫৮ বলে ৮৮ রানে অপরাজিত থাকা এই ইনিংসে ভর করেই চেন্নাই বোর্ডে জমা করেন ১৫৬ রান।

দারুণ ব্যাটিংয়ে দলকে বড় লক্ষ্য এনে দেনর ঋতুরাজ।

লক্ষ্যে নেমে দারুণ শুরু করেন মুম্বাইয়ের দুই ব্যাটার ডিকক-আনমল। দলীয় ১৮ রানে প্রোটিয়া ক্রিকেটার ডি কক ফিরেন ১৭ রান করে। এরপর ১৬ রানে আনমলকেও ফেরান চাহার। ৫৪ রানেই মুম্বাই হারিয়ে ফেলে ৪ উইকেট। গতবারের দেখায় ম্যাচ জয়ের নায়ক অধিনায়ক কিরন পোলার্ড করেন ১৫ রান। তাতেই চাপে পড়ে দল। শেষের দিকে দুর্দান্ত ফিপটি করেন সুরবাহ তিওয়ারি। তবে তার চেষ্টা ব্যর্থ্ হয়ে যায়। নির্ধারিত ওভার শেষে মুম্বাই থামে ১৩৬ রানে। 

ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন ক্যারিবিয়ান বোলার ডোয়াইন ব্রাভো। মাত্র ২৫ রান দিয়ে তিনি নেন ৩টি উিইকেট। দুটি উইকেট শিকার করেন দিপক চাহার। আগামীকাল দুবাইয়ে রাত আটটায় মুখোমুখি হবে সাকিবের কোলকাতা ও কোহলির আরসিবি।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এইচএন)