২০২৩ বিশ্বকাপ জিততে চান তামিম

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৮

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিলেও সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে ঠিকই অংশ নেবেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল খান। আর নেতৃত্ব তার অধীনে থাকলে সেবারই বাংলাদেশের হয়ে বিশ্বকাপ জিতবেন বলে মন্তব্য করেছেন এই টাইগার ড্যাশিং ওপেনার।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল তাদের বাজে সময়গুলো অনেকটা কাটিয়ে উঠেছে। ক্রিকেট বিশ্বের বড় বড় দলগুলোর কাছে টাইগাররা এখন অহরহ জিতছে। কিন্তু একটা জায়গাতে টাইগাররা যোজন যোজন ব্যবধানে পিছিয়ে। বিশ্বকাপ ট্রফি জেতা হয়নি তাদের।

এবার সেই আক্ষেপ ঘোচাতে বদ্ধপরিকর টাইগার অধিনায়ক তামিম ইকবাল। সম্প্রতি সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার রাসেল আর্নল্ডের শো ‘চিলিং উইথ রাসেল’-এ অতিথি হিসেবে যোগ দিয়ে তামিম আর্নল্ডের এক প্রশ্নের জবাবে বলেন, ‘২০২৩ বিশ্বকাপে যদি আমিই দলকে নেতৃত্ব দেই…প্রতিটি বিশ্বকাপেই আমরা যখন গিয়েছি, বিভিন্ন অধিনায়করা বলেছেন যে, ‘আমরা ভালো করতে চাই বা সেমিফাইনাল খেলতে চাই কিংবা হারাতে চাই’ এসব নানা কথা…কিন্তু আমি ২০২৩ পর্যন্ত নেতৃত্বে থাকলে এই ঘোষণা দিয়ে বিশ্বকাপে যেতে চাই যে, শিরোপা জিততে এসেছি। স্রেফ খেলতে বা লড়াই করতে নয়। আমি চাইব কাপ জিততে। এটাই আমার ভাবনায় আছে।’

এদিকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তামিম বলেন ‘আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে যাচ্ছি। ম্যাচ জিতেছি, বড় দলগুলোকে হারিয়েছি।’

খেলাগুলো স্পোর্টিং উইকেটে হলে বিষয়টা আরও ভালো হতো বলে জানান তিনি। তার ভাষ্যমতে, ‘ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ। তবে আদর্শ প্রস্তুতি হতো যদি স্পোর্টিং উইকেটে খেলতে দেখতাম দলকে। কারণ বিশ্বকাপের বিষয়টাই তো আলাদা। বাংলাদেশ অবশ্য আত্মবিশ্বাস নিয়ে যাচ্ছে বিশ্বকাপে, এটা দলের জন্য বাড়তি রসদ।’

 

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এমএম)