দেবীগঞ্জ পৌরসভা নির্বাচন: ভোট কেন্দ্রে উপচে পড়া ভিড়

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৬ | প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২১, ১২:০১

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভা নির্বাচনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। বিভিন্ন কেন্দ্রে ভিড় দেখা গেছে। ভোট দিতে দীর্ঘ লাইনে দাড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে ভোটারদের। বিশেষ করে এসব কেন্দ্রে নারী ও তরুণ ভোটরদের উপস্থিতি চোখে পড়ার মত।

প্রতিষ্ঠার পর প্রথম এই নির্বাচনে মেয়র পদে নয়জনসহ ৮৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নয়টি কেন্দ্রের ৩২টি বুথে ইভিএম পদ্ধতিতে চলছে ভোটগ্রহণ। নির্বাচনে আওয়ামী মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছাড়াও চার আওয়ামী (বহিস্কৃত) নেতা বিদ্রোহী হয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ১০ হাজার ৯১৪ জন ভোটারের মধ্যে নারী ভোটার পাঁচ হাজার ৫৭৮ জন এবং পুরুষ ভোটার পাঁচ হাজার ৩৩৬ জন।

বিভিন্ন কেন্দ্রে আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি, র‌্যাবসহ যৌথ বাহিনীর টহল দেখা গেছে। দুপুর ১২টা পর্যন্ত কোন অভিযোগ বা কোথাও কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

২০১৪ সালে দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ সদর ইউনিয়ন ও দেবীডুবা ইউনিয়নের কিছু অংশ নিয়ে গঠিত হয় দেবীগঞ্জ পৌরসভা।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :