ঢাকা ও ফরিদপুর অঞ্চলের নেতাদের সঙ্গে বসছে বিএনপি

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০২১, ১২:৩২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলের কর্মপরিকল্পনা নিয়ে একে একে সব পর্যায়ের নেতাদের মতামত নিচ্ছে বিএনপি। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঢাকা ও ফরিদপুর অঞ্চলের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবে।

কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতাদের সঙ্গে তিন দিনের বৈঠকের পর দ্বিতীয় দফায় বিভাগীয় পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক শুরু করতে যাচ্ছে বিএনপি। বিকাল সাড়ে তিনটার দিকে গুলশানের চেয়ারপারসনের অফিসে বৈঠকটি শুরু হবে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, মঙ্গলবার বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঢাকা ও ফরিদপুর অঞ্চলের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির কয়েকজন সদস্যও সভায় অংশগ্রহণ করবেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের কৌশল ও নীতি চূড়ান্ত করতে গত ১৪, ১৫ ও ১৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক ও সম্পাদকমন্ডলী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করে বিএনপি। তিনদিনের বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানিয়েছিলেন, কেন্দ্রীয় কমিটির বাকি সদস্যদের সঙ্গেও আলোচনা করবেন তারা।

ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/বিইউ/এমআর