চাকরি স্থায়ীকরণসহ তিন দফা দাবি লিফ ঐক্য কল্যাণ পরিষদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৫

মৎস্য অধিদপ্তরের ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) দ্বিতীয় সংশোধিত প্রকল্পের দক্ষ লিফদের চাকরি স্থায়ীকরণ ও সবধরনের সুযোগ-সুবিধা প্রদানসহ তিন দফা দাবি জানিয়েছে বাংলাদেশ লিফ ঐক্য কল্যাণ পরিষদ।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এই দাবি জানিয়ে দ্রুত সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মৎস্য অধিদপ্তরের ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) প্রকল্পের লিফরা ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত অতি সামান্য ভাতা নিয়ে কাজ করে আসছে। বর্তমানে মাছ চাষে বাংলাদেশে বিশ্বের চতুর্থ স্থান অর্জন করেছে। এই সাফল্যের পেছনে ওই প্রকল্পের দক্ষ লিফদের অবদান রয়েছে। মাছ চাষে উদ্বুদ্ধ করার ফলে এই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। কিন্তু দুঃখের বিষয় লিফদের ভাগ্যের উন্নয়ন হয়নি। তাদের অতি সামান্য ভাতা প্রদান করা হয়। দপ্তর থেকে পাওয়া ভাতার পুরো অংশটিই চলে যায় যাতায়াতসহ দপ্তরের বিভিন্ন কাজে। এই প্রকল্পে যোগদান করার পর থেকে মৎস্য সেক্টরে উন্নয়নের জন্য লিফরা মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

বক্তারা বলেন, মৎস্য সেক্টরের চাষকৃত মাছের উৎপাদনে বিশ্বে বাংলাদেশ পঞ্চম স্থান অর্জন করেছে। কিন্তু প্রজাতন্ত্রের সব কর্মকর্তা কর্মচারীর ভাগ্যের পরিবর্তন হলেও এই প্রকল্পের দক্ষ লিফদের ভাগ্যের উন্নয়ন আজও হয়নি। আমাদের নেই কোনো বেতন ভাতা বৃদ্ধি, তাই এই সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানাচ্ছি।

এ সময় তারা তাদের দাবিগুলো উপস্থাপন করেন। সেগুলো হলো—

১. মৎস্য অধিদপ্তরের ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) দ্বিতীয় সংশোধিত প্রকল্পের দক্ষ লিফদের স্থায়ীকরণসহ সরকারি সব সুযোগ-সুবিধা দিতে হবে।

২. জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী সব দক্ষ লিফকে ১৯/২০ তম গ্রেডে বেতন ভাতা দিতে হবে।

৩. সরকারিভাবে উন্নতমানের মৎস্য চাষ বিষয়ে আবাসিক প্রশিক্ষণ দিতে হবে।

বাংলাদেশ লিফ ঐক্য কল্যাণ পরিষদের মানববন্ধনে উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস ছালাম, ঢাকা বিভাগীয় সভাপতি কাজী জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জীবনান্দ দেবনাথসহ সংগঠনের সব বিভাগীয় সভাপতি ও সাধারণ সম্পাদক।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/আরকে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

তীব্র তাপপ্রবাহে জনসাধারণের মাঝে পানি, খাবার স্যালাইন বিতরণ বিএনপির

মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে: সালাম

ঢাকা মেডিকেলে এক কারাবন্দিকে মৃত ঘোষণা

ভাষানটেকে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫, বাকি একজনও আশঙ্কাজনক

মুগদা-মান্ডা সড়কে অভিযান: ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর ও মারধরের অভিযোগ  

মোহাম্মদপুরে তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ

আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর বেশ কিছু এলাকায়

গরমে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতা সৃষ্টির প্রতিশ্রুতি ডিএমপির

স্থপতি ইনস্টিটিউটে মসজিদ স্থাপত্য নিয়ে সেমিনার 

এই বিভাগের সব খবর

শিরোনাম :