পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা ছিল না বাংলাদেশের

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৫ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩১

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

নিউজিল্যান্ডের পর অনুমিতই ছিলো পাকিস্তান সফর বাতিল করবেন ইংলিশরা। সোমবার এক বিবৃতিতে তারা সেই শঙ্কাকে বাস্তুবে রূপ দেন। আর তাতেই পাকিস্তানসহ পুরো ক্রিকেট বিশ্ব এমন সময়ে সফর বাতিলের ব্যাপারে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে। 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার আগে দুটি দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চেয়েছিল পাকিস্তান। কিন্তু হঠাৎ করে কিউই এবং ইংলিশরা সিরিজ বাতিল করায় ঠিকঠাক প্রস্তুতি নিতে পারেননি বাবর আজমরা। আর সে লক্ষ্যেই বাংলাদেশ ও শ্রীলংকাকে পাকিস্তানে যাওয়ার অনুরোধ করেন পাকিস্তান ক্রিকেট বোর্ড। অবশ্য সেখানে যাওয়ার ব্যাপারে ইতিবাচক থাকলেও দুটি দেশের বোর্ডই তাদের পরিকল্পনার দোহাইয়ে প্রত্যাখ্যান করেছে অনুরোধ।
 
বিশ্বকাপের আগে ব্যস্ত পরিকল্পনার মাঝে এই মুহূর্তে সফর করা বাংলাদেশের সম্ভব নয়। এমনকি চলমান এই সময়ে বাংলাদেশ ‘এ’ দলেরও পাকিস্তানে সফর করার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া অপারেশেন্সের প্রধান জালাল ইউনুস। 

লাহোরে ১০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল শেষবার বাংলাদেশ দলের সফরের সময়।

বিবিসি বাংলাকে পাকিস্তান যাওয়ার প্রস্তাবের বিষয়টি স্বীকার করেন জালাল ইউনুস। কিন্তু বাংলাদেশের পাকিস্তান সফরের যাওয়ার সম্ভাবনা তিনি নাকচ করে দেন। তিনি বলেন, ‘বাংলাদেশ দলের খেলোয়াড়রা সবাই ছুটিতে আছেন। ৪ অক্টোবর বাংলাদেশ দল বিশ্বকাপে খেলতে যাবে। এখন এটা (সফর) সম্ভব নয়।’

এর আগে, এক ভিডিও বার্তায় পাকিস্তান ক্রিকেটের বোর্ড প্রধান রমিজ রাজা বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেট যেমন আছে তেমনভাবেই চলবে, বেঁচে থাকবে। এখানে ক্রিকেটের উৎসব আবারও ফিরবে। হ্যাঁ, আমাদের হাতে অপশনও ছিল- জিম্বাবুয়ে আসার জন্য প্রস্তুত ছিল, বাংলাদেশও তাদের দ্বিতীয় সারির দল পাঠাতে প্রস্তুত ছিল।’

বাংলাদেশ পাকিস্তানে দ্বিতীয় সারির দল পাঠাতে প্রস্তুত ছিল: রমিজ রাজা

তবে বিসিবির মিডিয়া অপারেশেন্সের প্রধান অবশ্য জানিয়েছেন এসময়ে দল পাঠানোর কোনো পরিকল্পনাই নেই বিসিবির। তিনি বলেন, ‘বাংলাদেশ এটা নিয়ে কিছুই ভাবছে না। বাংলাদেশের ‘এ’ দলের বিভিন্ন সফর থাকে, কিন্তু এখন এরকম কোন পরিকল্পনা নেই।’

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের বাংলাদেশ প্রতিনিধি আতিফ আজম সংবাদ মাধ্যমকে বলেন, ‘সামনে বিশ্বকাপ, এই সময়ে ক্রিকেটাররা এখন ‘বায়ো-বাবলে’ নেই। সবাই যার যার বাড়িতে। এখানে পাকিস্তানে বা কোন জায়গায় হুট করে সফর করার সুযোগ নেই।’

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এইচএন)