মেসির চোট, খেলবেন না মেটজের বিপক্ষে

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩৬ | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২১, ২৩:১৩

পিএসজিতে আসার পর সময়টা ভালো যাচ্ছে না সাবেক বার্সা তারকা লিওনেল মেসির। নতুন ক্লাবের হয়ে তিনটি ম্যাচ খেললেও এখনও গোলের দেখা পাননি আর্জেন্টাইন সুপারস্টার। আর এবার পেলেন হাঁটুতে আঘাত। তাতেই ছিটকে গেলেন আগামীকাল বুধবার এফসি মেটজের বিপক্ষে ম্যাচে।

মঙ্গলবার মেসির ক্লাব এক বিবৃতিতে জানায়, এমআরআই স্ক্যানে মেসির হাঁটুতে চোট পাওয়া নিশ্চিত হয়েছে। ৪৮ ঘণ্টা পরে আরেকটি স্ক্যানের কথা জানিয়েছে লিগ ওয়ানের ক্লাবটি।

এদিকে, ফ্রেঞ্চ লিগ ওয়ানে রবিবার রাতে অলিম্পিক লিঁওর মাঠে ম্যাচের ৭৫ মিনিটে মেসিকে তুলে নেন কোচ মাউরিসিও পচেত্তিনো। তখনও গোল ব্যবধান ছিল ১-১। এমন গুরুত্বপূর্ণ সময়ে কেন মেসিকে তোলা হলো- তা নিয়ে গরমই ছিল ফুটবলবিশ্ব। খোদ মেসিকেই দেখাচ্ছিল অসন্তুষ্ট। অবশ্য কোচ জানিয়েছিল, এই সিদ্ধান্ত নিয়ে মেসির তেমন কোনো সমস্যা নেই।

অলিম্পিক লিঁওর মাঠে ৭৫ মিনিটে মেসিকে তুলে নেন কোচ পচেত্তিনো।

পিএসজির হয়ে লিগ ওয়ানে দুটি এবং চ্যাম্পিয়ন্স লিগে একটি ম্যাচ খেলেও গোলের দেখা পাননি মেসি। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ান অখ্যাত ক্লাব ব্রুগের বিপক্ষে ১-১ গোলে ড্র করতে হয়েছে পিএসজিকে। এবার বাড়লো প্রথম গোলের অপেক্ষা।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এইচএন)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :