একসঙ্গে ৪ ডিভাইসে ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০২১, ০৯:০৮

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

ফেসবুকের মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার আনল। এর মাধ্যমে বিভিন্ন ধরনের ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। নিজেদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যাবহার করা যাবে মোবাইল, ল্যাপটপ, ডেক্সটপ ও অন্যান্য ডিভাইজে। 
অনেকদিন ধরেই হোয়াটসঅ্যাপ নানা ধরনের ফিচারের মাধ্যমে নিজেদেরকে আপডেট করে চলেছে। ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন সুবিধাজনক ফিচার তারা চালু করছে। এর ফলে ইউজাররাও নিত্য নতুন ফিচারের সুবিধা ভোগ করতে পারছেন। 

বার্তা আদানপ্রদানের জনপ্রিয় এই অ্যাপটি উন্নত টেকনোলজির ব্যবহার করে নতুন নতুন ফিচারের সঙ্গে ইউজারদের পরিচয় করাচ্ছে। 

এতদিন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা অন্যান্য ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চাইলে, তার মোবাইলটিকেও সেই ডিভাইসের কাছাকাছি রাখতে হত এবং অবশ্যই মোবাইলের ইন্টারনেটও চালু রাখতে হত

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার লিঙ্কড ডিভাইসেস ফিচারের মাধ্যমে মোবাইল ছাড়াও একসঙ্গে ৪টি ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। অন্যান্য ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার সময় মোবাইল সেই ডিভাইসের কাছাকাছি না থাকলেও চলবে। 

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এজেড)