হোয়াটসঅ্যাপে ছবি-ভিডিও একবার দেখার পরই অদৃশ্য হবে

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০২১, ১০:১৮

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

হোয়াটসঅ্যাপে ডিসঅ্যাপিয়ারিং ফটো অ্যান্ড ভিডিও বা ভিউ ওয়ান্স নামের একটি ফিচার রয়েছে। এই ফিচার ব্যবহার করে কোনও ছবি বা ভিডিও পাঠালে একবার দেখার পরই তা গায়েব হয়ে যাবে। কীভাবে এই ফিচার ব্যবহার করবেন, দেখে নিন।

ফিচারটির সুবিধা পেতে হলে হোয়াটসঅ্যাপ আপডেট করুন।অ্যাপ আপডেট শেষ হয়ে গেলে নীচের পদ্ধতি ধাপে ধাপে অনুসরণ করুন।

* হোয়াটসঅ্যাপ চালু করে যাকে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ পাঠাবেন সেই চ্যাট ওপেন করুন।
* চ্যাটবক্সের পাশে পেপারক্লিপ বাটন সিলেক্ট করুন।
* এবার যে ছবি অথবা ভিডিও পাঠাতে চান সেটা সিলেক্ট করুন।
* তারপর মেসেজ বক্সের পাশে ছোট আইকন সিলেক্ট করে ভিউ ওয়ান্স এনাবল করুন।

এই ফিচার ব্যবহার করে যে কোনও মেসেজ পাঠালে তা অপর প্রান্তের ব্যক্তি মাত্র একবার দেখতে পারবেন। তবে, জেনে রাখা জরুরি যে, সেই ডিসঅ্যাপিয়ার্ড ছবির স্ক্রিনশট নিয়ে সেভ করে রাখতে পারেন যে কেউ। সে ক্ষেত্রে অপর প্রান্তের মানুষটি স্ক্রিনশট নিয়ে ছবি সেভ করলেন কী না, তা জানার উপায় নেই। তাই, নতুন ফিচার হাজির হলেও সুরক্ষার নিরিখে স্ন্যাপচ্যাট থেকে অনেকটাই পিছিয়ে  হোয়াটসঅ্যাপের এই ভিউ ওয়ান্স ফিচার।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এজেড)