৪ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৪
ফাইল ছবি

প্রতিবারের মতো এবারও ইলিশের প্রজনন মৌসুমকে সামনে রেখে মা ইলিশ রক্ষায় আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে। একই সময়ে ইলিশ বেচা-কেনা ও পরিবহনও নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

বুধবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ বন্ধ থাকবে। এ সময় দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুদ ও বিনিময় নিষিদ্ধ থাকবে।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের তথ্য বলছে, দেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় ১২ শতাংশ আসে ইলিশ থেকে।

সরকারি হিসাবে দেশের সামষ্টিক অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি’র এক শতাংশ অর্থাৎ ২৫ হাজার কোটি টাকা আসে ইলিশ থেকে। যা প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/কারই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :