শাহজালালে পরীক্ষামূলকভাবে করোনা টেস্ট শুরু

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০২১, ২২:০৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের পরীক্ষামূলকভাবে করোনাভাইরাসের পরীক্ষা শুরু হয়েছে। ইতিমধ্যে  বিমানবন্দরে স্থাপিতভাবে স্থাপিত পরীক্ষাগারে পরীক্ষা করিয়ে বুধবার ৪৬ জন যাত্রী সংযুক্ত আরব-আমিরাতে গেছেন।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করে জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফ্লাইটটি ছেড়ে গেছে।

জানা গেছে, বুধবার বিকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের দোতলায় স্বাস্থ্য বিভাগের সামনে ৪৬ যাত্রীর নমুনা সংগ্রহ করা হয়। পরে পার্কিং জোনের মোবাইল পরীক্ষাগারে এসব নমুনা পরীক্ষা করা হয়। সবার নমুনাই নেগেটিভ আসে। তবে এই যাত্রীরা দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পর আবার আরটি-পিসিআর পরীক্ষাগারে তাদের করোনা পরীক্ষা করা হবে।

ফ্লাইটে যাওয়ার আগে করোনা নেগেটিভ পরীক্ষা ৭২ ঘণ্টার মধ্যে করার নিয়ম করেছে বেশির ভাগ দেশ। তবে সৌদি আরব ৪৮ ঘণ্টার বিধান করায় যাত্রীদের চাপ বেড়েছে। এজন্য দেশের বিমানবন্দরে করোনা পরীক্ষায় পিসিআর মেশিন বসানো হচ্ছে। ইতিমধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যাব বসাতে সাতটি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে সরকার।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/জেবি)