বাংলাদেশ-ভারত বোর্ডের সঙ্গে আলোচনায় বসবে আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৩:৫৭ | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪৪

আফগানিস্তান ক্রিকেটে খুব একটা ভালো সময় যাচ্ছে না। মাঠে ফিরতে মরিয়া দলটি রাজনৈতিক কারণে শঙ্কায় পড়েছে ক্রিকেট নিয়ে। তবে এর মাঝেই দেশটির বোর্ড ঘোষণা দিলো এশিয়ার দেশগুলোতে সফর করার। এরই ধারাবাহিকতায় নিজেদের মাটিতে ওয়ানডে সিরিজ আয়োজন করতে আগামী ২৫ সেপ্টেম্বর পাকিস্তান সফরে যাবেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান।

পাকিস্তানে সম্প্রতি নিরাপত্তা ইস্যুতে নিউজিল্যান্ডের সফর বাতিল করেছে। একই পথে হেঁটেছে ইংল্যান্ডও। অন্যদিকে আফগানিস্তানে তালেবান সরকার আসায় দেশটির ক্রিকেট বোর্ডের উষ্ণ অবস্থা চলছে। এমন অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে এসিবির নবনির্বাচিত চেয়ারম্যান আজিজুল্লাহ ফাজলি বাংলাদেশ-ভারতের ক্রিকেট নিয়ন্ত্রকদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানিয়েছেন।

২৫ সেপ্টেম্বর পাকিস্তান সফরে যাবেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান।

সম্প্রতি গণমাধ্যমকে আজিজুল্লাহ ফাজলি বলেন, ‘২৫ সেপ্টেম্বর পাকিস্তান সফরে যাব আমি। তাদের আমাদের দেশে খেলার প্রস্তাব দিব। চলতি মাসের শ্রীলঙ্কায় সিরিজটি বাতিল হয়েছে তাই এই ফাঁকা সময়ে তাদের একটি সিরিজ খেলার প্রস্তাব দিব।’

তবে সিরিজ খেলতে পাকিস্তানকে আফগানিস্তান যেতে হবে। এবং একই ভাবে মাঠে ক্রিকেট ফেরাতে এশিয়ার ক্রিকেটে শক্তিশালী দলগুলোকেও অনুরোধ করবে। তিনি বলেন, ‘এরপর ভারত, বাংলাদেশ ও আরব আমিরাতে যাব। সেখানকার ক্রিকেট সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করব। আমরা আফগানিস্তানের ক্রিকেটের উন্নতি চাই, সে লক্ষ্যে অন্য দেশগুলোর সহায়তা প্রয়োজন।’

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে যদি তারা তালেবানের পতাকা নিয়ে মাঠে নামে তাহলে টুর্নামেন্ট থেকে বহিস্কার করার ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তাই শঙ্কা আছে তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়েও। আফগানিস্তান

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এইচএন)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :