অটোমেটেড চালান সিস্টেম বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে জনতা ব্যাংকের চুক্তি

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩২ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৫

ঢাকাটাইমস ডেস্ক

অটোমেটেড চালান সিস্টেমের (এসিএস) মাধ্যমে সরকারি রাজস্ব পরিশোধের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংক লিমিটেড এর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে জনতা ব্যাংক লিমিটেড-এর এমডি অ্যান্ড সিইও আব্দুছ ছালাম আজাদ এবং বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ফোরকান হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল এবং সভাপতিত্ব করেন নির্বাহী পরিচালক নুরুন নাহার।

এ সময় জনতা ব্যাংকের সিএফও এ কে এম শরীয়ত উল্যাহ এবং ট্রেজারি এন্ড ফরেন ট্রেড ডিভিশনের মহাব্যবস্থাপক আবুল বাসার আব্দুল হান্নানসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এলএ)