জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি ছাত্রলীগের

জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫০

বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম সশরীরে চালুসহ ১ অক্টোবরের মধ্যেই শিক্ষার্থীদের জন্য হল খুলে দেয়ার দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোহাম্মদ মনজুরুল হকের সাথে দেখা করে এ দাবি জানানো হয়।

এসময় ছাত্রলীগের নেতারা উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সাথে ফোনে আলাপ করে তাদের দাবি বাস্তবায়নের অনুরোধ জানান।

নেতারা বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনায় জাহাঙ্গীরনগর ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। আমরা দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় করোনার কারণে হলের বাইরে অবস্থান করেছি। তবে এখন সংক্রমণ কমে আসায় আমরা সশরীরে ক্লাসে ফিরতে চাই। সেই সাথে স্বাস্থ্যবিধি মেনে অতিদ্রুত হলে ফিরে যেতে আজকে দাবি নিয়ে এসেছি।

উপাচার্য ম্যাডাম আমাদের আশ্বস্ত করেছেন জানিয়ে নেতারা বলেন, ২৯ তারিখের একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে ক্যাম্পাস খোলার দাবির প্রতি সুবিবেচনা করবেন এবং দ্রুতই বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার সিদ্ধান্ত নেবেন।

এসময় উপস্থিত ছিলেন- ছাত্রলীগের সহসভাপতি মিজানুর রহমান, বায়েজিদ রানা কলিন্স, যুগ্ম-সাধারণ সম্পাদক আফফান হোসেন আপন, সাংগঠনিক সম্পাদক পঙ্কজ ও ইসমাইল, রাফা, আলী, ইমরান, সোহেল, তৃষা, এনাম, আরিফ, আলম, সুজন, আবির, আসাদ, চিন্ময়, রাশেদসহ অন্য নেতাকর্মীরা।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :