ফরিদপুরে বিপুল পরিমাণ মদসহ আটক ৯

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪১

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরে ৫২ বোতল বিভিন্ন ব্রান্ডের দেশি-বিদেশি মদসহ নয়জনকে আটক করেছে ডিবি পুলিশ। এই অভিযানে ভেজাল মদ তৈরির উপকরণ ও ৩৮ লিটার মদ জব্দ করা হয়।

এই বিষয়ে ফরিদপুর জেলা পুলিশের পক্ষে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদে ডিবি পুলিশের একটি দল শহরের দক্ষিণ আলীপুর সাজেদা কবির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে রাজেন্দ্র রায় (১৭) ও অভিজিৎ সাহা (১৭)কে তিন বোতল বিদেশি মদসহ আটক করা হয় । এসময় তাদের দেওয়া তথ্য মতে, শহরের রঘুনন্দপুর এলাকায় মহিউদ্দিন শেখ ওরফে জুয়েলের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

ফরিদপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুনীল কর্মকার জানান, জুয়েলের বাড়ি থেকে ৫২ বোতল বিভিন্ন ব্রান্ডের মদ এবং মদ তৈরির বিভিন্ন উপকরণ ও তাদের তৈরি ৩৮ লিটার মদ জব্দ করা হয়েছে।

তিনি বলেন, ডিবি পুলিশের এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে ফরিদপুর কোতয়ালি থানায় মামলা করেছেন।

মামলার আসামিরা হলেন- অনিক হোসেন (২৩), আশিক ফকির (২১), ওবায়দুর শেখ (২১), শুভ সরকার (২২), তানভির (১৯) এবং শরীফুল ইসলাম (৩৪)। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এলএ)