ইংল্যান্ডে ১ লাখ ২৩ হাজার মৃত্যু কমিয়েছে টিকা: পিএইচই

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২১:০১ | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৯
ছবি: সংগৃহীত

ব্যাপকভাবে টিকা প্রয়োগের মাধ্যমে সমগ্র বিশ্বে এখন করোনা মোকাবেলার চেষ্টা করা হচ্ছে। টিকা প্রয়োগের মাধ্যমে ইংল্যান্ডে ১ লাখ ২৩ হাজার মৃত্যু প্রতিরোধ করা গেছে গেলে জানিয়েছে দেশটির পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই)। সূত্র: বিবিসি।

এর আগের হিসাবে বলা হয়েছিল, টিকা প্রয়োগের মাধ্যমে ১ লাখ ১২ হাজার ৩০০ মৃত্যু কমানো গেছে। এছাড়া দেশটিতে টিকা প্রয়োগের ফলে ৪৫ বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে হাসপাতালে ভর্তির সংখ্যা ২ লাখ ৩০ হাজার ৮০০ জন কমেছে বলে জানানো হয়েছে।

এদিকে, যুক্তরাজ্যের একজন ভ্যাকসিন বিশেষজ্ঞ বলেছেন, করোনা আরও ভয়াবহ রূপ ধারণ করবে এমনটি মনে করার কারণ নেই। এই ভাইরাস সামনে মৌসুমি করোনাভাইরাস হিসেবে পরিণত হবে। অর্থাৎ, সাধারণ জ্বর, সর্দি, কাশি হলে যেমনটি অনুভব হয় তেমনটিই হবে।

একটি ওয়েবিনারে অংশ নিয়ে এমনটি বলেছেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ডিজাইনার প্রফেসর ডেম সারাহ গিলবার্ট।

এই ভ্যাকসিন বিশেষজ্ঞ বলেছেন, ‘আমরা সাধারণত দেখি যে, ভাইরাস যত দ্রুত ছড়াতে শুরু করে ততোই তার শক্তি কমে যায়। আমরা সামনে করোনার আরও ভয়াবহ রূপ দেখতে পাব এমনটি মনে করার কোনো কারণ নেই। মানুষের শরীরে আস্তে আস্তে ইমিউনিটি তৈরি হবে। এটি সাধারণ ভাইরাসে পরিণত হবে।’

তিনি বলেন, ‘মৌসুমি করোনাভাইরাসের আক্রমণে ঠাণ্ডাজনিত সাধারণ সমস্যা দেখা দেয়। সার্স-কোভ-২ ও এমনই হবে।’

(ঢাকাটাইমস/২৩ সেপ্টেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

গাজায় আরও ৭১ ফিলিস্তিনির প্রাণহানি 

ফেসবুকে রোহিঙ্গাবিদ্বেষ ছড়ানোর নেপথ্যে ছিল মিয়ানমারের জান্তা: জাতিসংঘ

রাফাহতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী: নেতানিয়াহু

নির্বাচন করার জন্য অর্থ নেই, সরে দাড়ালেন ভারতীয় অর্থমন্ত্রী

সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি হামলায় নিহত ৩৮

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

এই বিভাগের সব খবর

শিরোনাম :