টিকা নেওয়া বাংলাদেশিদের নেদারল্যান্ডসে কোয়ারেন্টিনে থাকতে হবে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২২:১৬ | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৭

করোনাভাইরাসের টিকার দুই ডোজ নেওয়া বাংলাদেশিদের জন্য নেদারল্যান্ডস ভ্রমণের শর্ত শিথিল করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডোজ পূর্ণ করে কেউ নেদারল্যান্ডসে গেলে তাকে দেশটিতে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে থাকতে হবে না।

বৃহস্পতিবার নেদারল্যান্ডসে বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি দেশে কোভিড১-৯ সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা ধীরে ধীরে কমে আসা শুরু করেছে। টানা তিন দিন ধরে শনাক্তের হার পাঁচ শনাক্তের নিচে রয়েছে। এর মধ্যেই ডাচ সরকারের এমন সিদ্ধান্তের কথা দূতাবাস সূত্রে জানা গেল।

বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে আরও বলা হয়, ‘কিন্তু, ভ্রমণকারীদের বাংলাদেশ থেকে যাত্রা শুরু করার পূর্বে অবশ্যই করোনা পরীক্ষা করাতে হবে (সম্পূর্ণভাবে টিকা গ্রহণ করা সত্ত্বেও)। তবে যারা টিকা গ্রহণ করেননি বা আংশিক গ্রহণ করেছেন, তাদের অবশ্যই কোয়ারেন্টিনে থাকতে হবে।’

ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/ইএস

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :