পুলিশ পরিচয়ে ‘চাঁদাবাজি’, গণপিটুনিতে একজন নিহত

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৫

যশোরে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে রবিউল ইসলাম (৪৫) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত রবিউল চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার চাঁদপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। তিনি যশোর শহরের পালবাড়ি মোড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

চুয়াডাঙা জেলার দর্শনা উপজেলার চাঁদপুর গ্রামের সালেকের ছেলে আব্দুল মালেক বলেন, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে আমরা যশোর থেকে একটা ইজিবাইক কিনে বাড়ির দিকে যাচ্ছিলাম৷ চুড়ামনকাঠি তেলপাম্প পার হয়ে যাওয়ার সময় রবিউল ইসলাম নামে একজন পুলিশ পরিচয়ে ইজিবাইক থামাতে বলে৷ আমরা ইজিবাইক না থামিয়ে চালাতে থাকি৷ এসময় রবিউল দৌড়ে গাড়িতে উঠে এবং পুলিশ পরিচয় দিয়ে টাকা দাবি করে৷

মালেক বলেন, ‘আমরা চিল্লাচিল্লি করলে স্থানীয় লোকজন এসে ঘটনা শুনে রবিউলকে গনপিটুনি দেয় এবং পুলিশের হাতে তুলে দেয়৷ পুলিশসহ আমরা বিকাল সাড়ে ৪টার দিকে যশোর জেনারেল হাসপাতালে এনে প্রথমিক চিকিৎসা দেওয়ার পর পুলিশ থানায় নিয়ে যায়৷ থানায় রবিউল অসুস্থ হয়ে পড়লে সন্ধা সাড়ে ৬টার দিকে রবিউলকে হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়৷ ওই সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, ‘রবিউল একজন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। বিকালে চুড়ামনকাটিতে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় স্থানীয় লোকজন তাকে পিটুনি দেয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিকে তার মৃত্যু হয়। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে রবিউল হার্টের রোগী ছিলেন।’

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক সালাউদ্দিন স্বপন বলেন, ‘রবিউলের শরীরে চাপা আঘাতের চিহ্ন রয়েছে। তাকে ৪টা ২০ মিনিটের দিকে পুলিশসহ হাসপাতালে আনা হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়৷ পরে সন্ধা সাড়ে ৬টার দিকে পুলিশ আবারও রবিউলকে হাসপাতালে নিয়ে আসে৷ ওই সময় ইসিজি করে মত্যু নিশ্চিত করে মর্গে পাঠায়৷’

চিকিৎসক বলেন, ‘প্রথমে রবিউলের অবস্থা ভালো ছিল৷ তাই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে৷ ধারনা করা হচ্ছে হার্ট এটাকে তার মত্যু হয়েছে৷ তবে মত্যুর সঠিক কারণ নির্ণয় করতে ময়নাতদন্ত করা হবে৷’

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :