যুক্তরাষ্ট্রে প্রথম ছড়িয়েছিল করোনা: দাবি চীনের

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
ছবি: সংগৃহীত

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনা সংক্রমণের কথা জানা যায়। তারপর যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বহু দেশ আঙুল তুলেছিল চীনের দিকে। চীন দাবি করে, তাদের দেশে প্রথম সংক্রমণ ধরা পড়লেও তাদের দেশ করোনার উৎস নয়। এবার চীন দাবি করল, তাদেরও আগে করোনাভাইরাস ছড়িয়েছিল যুক্তরাষ্ট্রে।

ভাইরাসের উৎস নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন চীনা বিজ্ঞানীরা। ‘মডেল হাইব্রিড ড্রিভেন মেথড’ নামে একটি পদ্ধতিতে তারা তথ্য তুলে ধরেছে। বিজ্ঞানীদের দাবি, এই পদ্ধতিতে অংক কষে দেখা গিয়েছে, ২০১৯ সালের ডিসেম্বরে করোনা সংক্রমণ ঘটতে শুরু করেছিল চীনে। কিন্তু যুক্তরাষ্ট্রে ভাইরাসটি ছড়িয়েছিল ওই বছরের সেপ্টেম্বর মাসে। অর্থাৎ, চীনের আগেই যুক্তরাষ্ট্রে সংক্রমণ ঘটেছিল। খবর আনন্দবাজারের।

সমস্ত তথ্য দিয়ে একাধিক সম্ভাবনা ব্যাখ্যা করেছেন চীনের বিজ্ঞানীরা। তাতে বলা হয়েছে: ‘৫০ শতাংশ সম্ভাবনা ঝেজিয়াংয়ে প্রথম কোভিড সংক্রমণ ঘটেছিল ২০১৯ সালের ২৩ ডিসেম্বর।’

চীনা বিজ্ঞানীরা বলছেন, ‘প্রথম সংক্রমণ’ কিন্তু ঘটেছিল ২০১৯ সালের আগস্ট থেকে অক্টোবরের মধ্যে যুক্তরাষ্ট্রে। আরও একটি সম্ভাবনার কথা জানিয়েছেন তাঁরা- ‘সবচেয়ে আগে ধরলে ২০১৯ সালের ২৬ এপ্রিল রোড আইল্যান্ডে প্রথম সংক্রমণ ঘটে থাকতে পারে।’

চীনা রিপোর্টে বলা হয়েছে, মেরিল্যান্ডে মার্কিন সেনা ছাউনি ফোর্ট ডেট্রিকে প্রথম সংক্রমণ ঘটেছিল বহু আগেই। বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রথম দিকে সংক্রমণ ধরা কম পড়েছে। কারণ সেভাবে পরীক্ষা হয়নি। গবেষণামূলক রিপোর্টের শেষে স্পষ্টভাবে সিদ্ধান্তে পৌঁছনো হয়েছে- ‘চীনের উহানের বহু আগেই যুক্তরাষ্ট্রে ছড়িয়েছিল সার্স-কোভ-২।’

(ঢাকাটাইমস/২৪ সেপ্টেম্বর/এসইউএল)