কমলা হ্যারিসকে ভারত সফরের আমন্ত্রণ মোদির

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০২১, ০৯:২১

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট। একই সাথে তিনি দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ এবং ভারতীয়-আমেরিকান ভাইস প্রেসিডেন্ট।   

সাক্ষাতে নরেন্দ্র মোদি কমলা হ্যারিসকে অভিনন্দন জানান এবং তাকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানান। নরেন্দ্র মোদি বলেন, ‘ভারতের মানুষ আপনাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছে।’

কমলা হ্যারিসের মা একজন ভারতীয় নাগরিক। বাবা জ্যামাইকান। গত নভেম্বরে কমলা হ্যারিস যখন জিতেছিলেন তখন ভারতের দক্ষিণাঞ্চলে অবস্থিত তার পৈতৃক গ্রাম থুলাসেন্দ্রাপুরামের লোকজন আতশবাজি ফুটিয়ে ও আনন্দ মিছিল করে উদযাপন করেছিল।

যুক্তরাষ্ট্রে মোদির তিন দিনের সফর শেষ হবে শুক্রবার। এদিন তিনি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে তালেবান। তারপর দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। এমন একটি পরিস্থিতিতে বাইডেনের সঙ্গে বৈঠক করতে চলেছেন মোদি।

সম্প্রতি তালেবানের একজন মুখপাত্র বলেছিলেন, ‘আমরা ভারত-শাসিত কাশ্মীরের মুসলমানদের জন্য আওয়াজ তুলতে চাই।’

ভারত এবং পাকিস্তান কাশ্মীরের বিভিন্ন অঞ্চল নিয়ন্ত্রণ করে। কিন্তু উভয় পক্ষই দাবি করে যে, কাশ্মীরের পুরো ভূখণ্ডই তাদের।

২০১৯ সালে কাশ্মীরের স্বায়ত্তশাসনের মর্যাদা তুলে নেয় ভারত। সেসময় নরেন্দ্র মোদি সরকারের এই উদ্যোগের সমালোচনা করেছিলেন কমলা হ্যারিস।

শুক্রবার কোয়াড জোটের বৈঠক রয়েছে। বৈঠকে অংশ নেবে জোটের চার সদস্য দেশ যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়া।

সূত্র: বিবিসি

(ঢাকাটাইমস/২৪ সেপ্টেম্বর/এসইউএল)