ফরিদপুরে পদ্মার তীর সংরক্ষণ বাঁধে ধস

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ২০:১৭ | প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১২:১০

ফরিদপুর পদ্মা নদী তীর সংরক্ষণ বাঁধে সিসি ব্লকে ভাঙন দেখা দেওয়ায় আতঙ্কে রয়েছে এলাকাবাসী। তারা দ্রুত এই বাঁধ রক্ষায় সংশ্লিষ্ট কর্তপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বানা জানিয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছেন, ভাঙন রোধে কাজ শুরু হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের পদ্মা নদী তীর সংরক্ষণ বাঁধের কয়েকটি স্থানে সি সি ব্লক ধসে গেছে। ডিক্রিরচর ইউনিয়নের পদ্মা নদীর ওবায়দুলের বাড়ি সংলগ্ন তীর সংরক্ষণ বাধে ধস শুরু হয়েছে। বিষয়টি স্থানীয়রা ইউপি চেয়ার‌ম্যানকে জানালে পানি উন্নয়ন বোডের কর্মকতারা পরিদর্শনে আসেন। পরে ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিং শুরু করেছে পাউবো।

স্থানীয়রা জানান, নদীর স্বাভাবিকতা না থাকায় প্রতি বছরই বাড়ি ঘর ও ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে যায়। আমরা চাই কর্তৃপক্ষের সঠিক পদক্ষেপে নদী ভাঙ্গন প্রতিরোধ হোক।

ডিক্রীরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু বলেন, ‘নদীতে স্রোত বেশি থাকায় আমার ইউনিয়নের বিভিন্ন অংশ ভাঙন শুরু হয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানালে ভাঙন রোধে কাজ শুরু হয়েছে।’

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা জানান, ভাঙ্গন প্রতিরোধে জরুরি ভাবে জিও ব্যাগ ডাম্পিং অব্যাহত রয়েছে। ভাঙ্গনের গভীরতা পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

তবে চরের ভেতরের পাড়ের ভাঙ্গনের বিষয়ে তিনি বলেন, ‘এটা তো নদী থেকে জেগে উঠা বালু চর, এখানে জিও ব্যাগ ডাম্পিং করে কোনো লাভ হবে না। পরবর্তীতে অবস্থার প্রেক্ষিতে প্রকল্প গ্রহণ করে ব্যবস্থা নেওয়া হবে।’

(ঢাকাটাইমস/২৪ সেপ্টেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :