ইপিএল খেলতে দেশ ছেড়েছেন তামিম

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০২১, ১২:২৬ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৪:২২

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর নেপালে অনুষ্ঠিতব্য এভারেস্ট প্রিমিয়ার লিগে অংশ নিতে ইচ্ছাপোষণ করেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল খান। সেজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) থেকে ছাড়াপত্রও পান তিনি। অতপর আজ ভোরে নেপালের উদ্দেশে্য দেশত্যাগ করেছেন এই টাইগার ওপেনার।

ভোর ৪টা ২৫ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তামিম। বিমান যোগে ঢাকা থেকে কাঠমাণ্ডু যেতে সর্বোচ্চ দেড় ঘণ্টার পথ। তবে করোনাভাইরাসের কারণে সরাসরি ফ্লাইট বন্ধ থাকায় কাতার হয়ে কাঠমাণ্ডু যেতে হচ্ছে তামিমকে। সেখানে গিয়ে পৌঁছাতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে।

ইপিএলের এবারের আসরে ভাইরাহাওয়ার আইকন ক্রিকেটার বাঁহাতি এই ব্যাটসম্যান। প্রথম বাংলাদেশি হিসেবে বিদেশি লিগে আইকন ক্রিকেটার হয়েছেন তামিম। এর আগে আইপিএলের দল পেয়েছিলেন তিনি। পুনে ওয়ারিয়র্স তাকে দলে নিলেও ম্যাচ খেলার সুযোগ হয়নি দেশসেরা এই ওপেনারের।

এই দলে বিদেশি ক্রিকেটারদের মধ্যে অবসরে যাওয়া দুই শ্রীলঙ্কার ক্রিকেটার উপুল থারাঙ্গা ও ধাম্মিকা প্রাসাদ। অন্যান্য দলে বিদেশি ক্রিকেটারদের মধ্যে খেলার কথা শহিদ আফ্রিদি, সিকান্দার রাজা, কেসরিক উইলিয়ামস, মোহাম্মদ শাহজাদ, চন্দ্রপল হেমরাজ, সিকুগে প্রসন্ন, রহমানউল্লাহ গুরবাজ, রায়ান বার্ল, আসেলা গুনারত্নে, ওশাদা ফার্নান্ডো, রিচার্ড লেভিদের।

টুর্নামেন্ট শুরু শনিবার থেকে। তামিমদের প্রথম ম্যাচ রবিবার। ফাইনাল ৯ অক্টোবর।

 (ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এমএম)