মানিকছড়িতে মাদকাসক্ত যুবকের কারাদণ্ড

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৩:৫২

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সাপমারা এলাকার নুর হোসেন নামে এক মাদকাসক্ত যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।

স্থানীয়রা জানায়, প্রায় সময় নুর হোসেন মদপান করতেন। পিতা-মাতা, স্ত্রী ও পার্শ্ববর্তী লোকজনের সঙ্গেও মাতাল অবস্থায় খারাপ আচরণ করে আসছিলেন। গত বৃহস্পতিবার বিকাল ৫টার দিকেও মদপান করে পরিবারের লোকজনের সঙ্গে বাজে আচরণ করলে স্থানীয়রা তাকে আটক করে প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে উপজেলা উপজেলা সহকারি কমিশনার রুম্পা ঘোষ সরেজমিনে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ কারাদণ্ড দেন।

নির্বাহী হাকিম রুম্পা ঘোষ বলেন, মাদকাসক্ত নুর হোসেন প্রায় সময় মদপান করে পিতা-মাতা ও স্ত্রীকে মারধর করে আসছিল। মাদকাসক্ত অবস্থায় আটক করে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি শাহনূর আলম জানান, দণ্ডপ্রাপ্ত যুবককে আজ কারাগারে পাঠানো হবে।

(ঢাকাটাইমস/২৪সেসেপ্টম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :