ইফার ফরিদপুর শাখার সহকারী পরিচালকের সঙ্গে ‘ঐতিহ্যে গোপালপুর’ সম্পাদকের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৪ | প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৬:২০

ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর শাখার সহকারী পরিচালক মুহাম্মাদ আশরাফ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘ঐতিহ্যে গোপালপুর’ এর সম্পাদক ও বিশিষ্ট শিক্ষানুরাগী এম এ মুসা খান।

করোনা মহামারির কারণে দীর্ঘ ১৭ মাস সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পড়ালেখার অনেক ক্ষতি হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত, ‘মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা’ ফরিদপুর তথা আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে ধর্মীয় শিক্ষার ক্ষেত্রেও অনুরুপ ক্ষতির শিকার হয়েছে শিক্ষার্থীরা।

সাক্ষাৎকালে কীভাবে এই শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করা যায়, সেই লক্ষ্যে কথা বলেন শিক্ষানুরাগী এম এ মুসা খান।

ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক আশরাফ আলী এসময় বলেন, এ প্রেক্ষাপট নিয়ে দ্রুতই আলফাডাঙ্গার সকল মক্তব শিক্ষদের আরও প্রশিক্ষণ ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতি বাড়ানো হবে। তিনি সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং ‘ঐতিহ্যে গোপালপুর’ এর কার্যক্রমের সাফল্য কামনা করেন।

এসময় ‘ঐতিহ্যে গোপালপুর’ এর পক্ষ থেকে আশরাফ আলীকে মাস্ক, খাতা ও ব্যাগ উপহার দেওয়া হয়।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/কেআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :