জাহাজের ধাক্কায় ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৩

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় জাহাজের ধাক্কায় একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও এক জেলে।

শুক্রবার ভোররাত সাড়ে চারটার দিকে চট্টগ্রাম গ্যাসফিল্ড সংলগ্ন গভীর সমুদ্রে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন ভোলার মনপুরা উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের মো. রুবেল ও দাসেরহাট গ্রামের মো. মাফু।

নিখোঁজ জেলের নাম মো. মিজানুর রহমান। তিনি উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, ভোর সাড়ে ৪টার দিকে গিয়াস উদ্দিন মাঝির ট্রলারে থাকা জেলেরা চট্টগ্রামের গ্যাসফিল্ড সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকার করছিলেন। ওই সময় সেদিক দিয়ে যাওয়া একটি মালবাহী জাহাজ তাদের ট্রলারটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। পাশে থাকা মনপুরার কামাল মাঝির ট্রলারে থাকা লোকজন ডুবে যাওয়া ট্রলারের আট জেলেকে উদ্ধার করে। এবং মৃত অবস্থায় দুই জেলের লাশ উদ্ধার করা হয়। ট্রলার ডুবির ঘটনায় এখনো এক জেলে নিখোঁজ আছে। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মিলছে না।

জীবিত উদ্ধার করা ৮ জেলে ও মৃত দুই জেলের লাশ নিয়ে উদ্ধারকারী কামাল মাঝির ট্রলারটি মনপুরার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ আহমেদ ও ডুবে যাওয়া ট্রলারের জেলেদের উদ্ধার করা অপর ট্রলারের মাঝি মো. কামাল।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ আহমেদ জানান, নিখোঁজ জেলেকে উদ্ধারে চেষ্টা চলছে।

মনপুরা উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম মিঞা জানান, নিহত জেলের পরিবারদের আর্থিক সহযোগিতা করা হবে। নিখোঁজ জেলেকে উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।

ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর