পাওনা টাকা চাওয়ায় ধাক্কা, প্রাণ গেল বৃদ্ধার

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২১, ২৩:০৭

বগুড়ার শিবগঞ্জে পাওনা ২০ হাজার টাকা চাইতে গিয়ে দেনাদারের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে কফিরন বেগম (৬২) নামে এক বৃদ্ধা মারা গেছেন। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় নিহতের ছেলে আজিজুল হক শিবগঞ্জ থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেছেন।

এর আগে দুপুরে উপজেলার কিচক ইউনিয়নের বেংদহ পাতাইর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

আসামিরা হলেন- শিবগঞ্জ উপজেলার বেংদহ পাতাইর গ্রামের হবিবর রহমানের ছেলে আবদুর রাজ্জাক (৩৫), রাজ্জাকের স্ত্রী বানেছা বেগম (২৭), মা ডালিম বিবি (৫২), একই গ্রামের মৃত দিরাজ মোল্লার ছেলে আশরাফ আলী আছাব (৪৫)।

নিহত কফিরন বেগম শিবগঞ্জ উপজেলার বেংদহ পাতাইর গ্রামের আজমল ফকিরের স্ত্রী।

পুলিশ জানায়, আসামি আবদুর রাজ্জাক প্রায় দু’বছর আগে তার (কফিরন) কাছে ২০ হাজার টাকা ধার নেন। ওই টাকা ফেরত চাইলে তিনি টালবাহানা করতে থাকেন। শুক্রবার দুপুরে বাড়ির কাছে রাজ্জাকের সঙ্গে তার দেখা হয়।

টাকা চাইলে আবদুর রাজ্জাক দুর্ব্যবহার করেন। তখন তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আসামিরা সবাই একত্রিত হয়ে কফিরন বেগমের সঙ্গে ঝগড়া শুরু করেন। এ সময় আবদুর রাজ্জাক গলা ধরে ধাক্কা দিলে কফিরন ইটের সোলিং করা রাস্তার ওপর পড়ে গিয়ে মাথায় আঘাত পান। এরপর অতিরিক্ত রক্তক্ষণে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহত কফিরনের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :