মোহাম্মদপুরে ইজিবাইক দিয়ে ছিনতাই, কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৯ | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০১:২৫

রাজধানীর মোহাম্মদপুরে এক পথচারীকে আটকে সর্বস্ব লুট করেছে দুর্বৃত্তরা। তারা ওই ব্যক্তিকে কুপিয়ে জখম করে। দুর্বৃত্তরা ইজিবাইকে চড়ে শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধের মিনা বাজারের বিপরীতে এ ঘটনা ঘটায়। এসময় স্থানীয়রা বুঝতে পেরে তিন ছিনতাইকারীকে ধরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেন।

পুলিশ আহত তিন ছিনতাইকারীকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপতালে ভর্তি করেছে।

বিষয়টি ঢাকাটাইমসকে নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইমাম হোসেন। তিনি বলেন, আমরা তিনজনকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করেছি। ছিনতাই চক্রের সদস্যরা হলো- বাবু, মামুন ও হৃদয় চন্দ্র দাশ। তাদের বাসা ঢাকা উদ্যান ও বসিলা এলাকায় বলে জেনেছি।

আহত পথচারীর সর্বশেষ জানতে চাইলে তিনি বলেন, আমি সোহরাওয়ার্দী হাসপাতালে আছি। এখনো পঙ্গু হাসপাতালে যাইনি। আহত ওই পথচারী পঙ্গু হাসপাতালে আছেন। তার বিষয়ে এখনই কিছু বলতে পারছি না।

স্থানীয় সুত্রে জানা গেছে, মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় অটোরিকশা ও ইজিবাইক দিয়ে প্রায়ই ছিনতাই করে আসছে একটি চক্র। এই চক্রের কয়েকজন সদস্য গত পরশু দিন দেশীয় অস্ত্রসহ ধরা পড়ে ছিলো। গতকাল তাদেরকে ছেড়ে দিয়েছে পুলিশ। আজ তারা আবার একই কাজ করেছে।

স্থানীয়দের ভাষ্য, ইজিবাইকে চালকসহ পাঁচজন ছিনতাইকারী ছিল। ইজিবাইক চালকও এই ছিনতাই চক্রের সদস্য। তারা ইজিবাইকে বেড়িবাঁধে ঘোরাঘুরি করে। চলমান লোকজনকে শনাক্ত করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এরপর যা পায় তা ছিনিয়ে নিয়ে নিরিবিলি এলাকায় চলে যায়।

ছিনতাইয়ের ঘটনার বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, আমাদের থানার একজন অফিসারকে পাঠিয়েছি। পরে বিস্তারিত জানা যাবে।

দুদিন আগেও ঢাকা উদ্যানে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে উল্লেখ করে মোহাম্মদপুরে ছিনতাইয়ের পরিমাণ বেড়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, না, ছিনতাই বাড়েনি। ছিনতাই রোধে আমরা একটি টিম গঠন করেছি। দ্রুত সময়ে তাদের কে আইনের আওতায় আনা হবে।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এআর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

কামরাঙ্গীরচর নাগরিক পরিষদ প্রতিনিধিদের সঙ্গে মেয়র তাপসের মতবিনিময়

মতিঝিলের ফুটপাতে পড়েছিল বৃদ্ধার মরদেহ

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ দালালকে সাজা

খিলক্ষেতে ৬০ কোটি টাকার খাসজমি উদ্ধার

রাজারবাগের পুকুরে ডুবে পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু, ধরা পড়ল সিসি ক্যামেরায়

চার নারী একসঙ্গে ওয়াশরুমে! সেই রাতে গুলশানে কী হয়েছিল, জানালেন ভুক্তভোগী

রাজধানীতে ছাদ থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যা

সংসদ এলাকায় ড্রোন উড়িয়ে আটক সাবেক এমপিপুত্র, ছাড়া পেলেন মুচলেকায়

গুলশানে ‘মাতাল’ হয়ে মারামারিতে জড়ানো তিন তরুণী গ্রেপ্তার, বারের বিরুদ্ধেও ব্যবস্থা

ভাষানটেকে সিলিন্ডার বিস্ফোরণ: মা ও স্ত্রীর পর না ফেরার দেশে লিটনও

এই বিভাগের সব খবর

শিরোনাম :