ওয়েডিং ফটোগ্রাফিতে ছাড় দিচ্ছে ‘নিজল ক্রিয়েটিভ’

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৪

যারা বিয়ের ছবি পেশাদার ফটোগ্রাফার দিয়ে ধারণ করতে চান তাদের জন্য নিজল ক্রিয়েটিভ দিচ্ছ নানা ধরনের ফটোগ্রাফি প্যাকেজ। ৮টি প্যাকেজের যে কোনোটি বুকিংয়ে পাওয়া যাচ্ছে ১২% পর্যন্ত ডিস্কাউন্ট।

নিজল ক্রিয়েটিভের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) সাবরিনা পারভিন খান বলেন, ‘ওয়েডিং ফটোগ্রাফির গুরুত্ব তাই দিন দিন বাড়ছে। আমরাও সে লক্ষ্যে ওয়েডিং ফটোগ্রাফিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। কারণ বিয়ে মানেই জীবনের গল্প, বিয়ের প্রতিটি মূহূর্তই খুব গুরুত্বপূর্ণ তাই এই জায়গাতে ভালো মানের ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফার প্রয়োজন। নিজল ক্রিয়েটিভ তা নিয়েই কাজ করছে। মানের দিক এবং কাজের দিকে নিজল ক্রিয়েটিভ এক চুলও ছাড় দিবে না।’

নিজল ক্রিয়েটিভের সিইও আবু সুফিয়ান নিলাভ বলেন, ‘কোটি টাকার অনুষ্ঠানও শেষ হয়ে যায় কিন্তু সারাজীবন স্মৃতি হয়ে থাকবে ছবি এবং ভিডিও। এর জন্য দরকার ভালো ছবি এবং অভিজ্ঞ ফটোগ্রাফার। নিজল ক্রিয়েটিভ সে সেবা নিশ্চিত করবে। এছাড়া অনুষ্ঠানের প্রাইভেসি বুঝে নারী ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফারের প্রয়োজনীয় সেবাও নিশ্চিত করতে প্রস্তুত আমরা। বিয়ের গল্পের প্রতিটি মুহূর্তকে জীবন্ত রাখতে কাজ করে নিজল ক্রিয়েটিভ ফটোগ্রাফি। বর্তমান করোনা মহামারি পরিস্থিতিতে আমাদের ওয়েডিং প্যাকেজগুলোতে ১২% পর্যন্ত ডিস্কাউন্ট দেয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘বর্তমানে নিজল ক্রিয়েটিভ ওয়েডিং ফটোগ্রাফি, কর্পোরেট ফটোগ্রাফি, ইন্ডাস্ট্রিয়াল ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফি সেবা দিচ্ছে। রাজধানীর নিকেতনে আমাদের নিজস্ব স্টুডিওতে প্রোডাক্ট ফটোগ্রাফি সেবার পাশাপাশি আউটডোর ফটোগ্রাফি সেবাও রয়েছে। এছাড়াও টিভিসি/ওভিসি প্রোডাকশন নিয়েও কাজ করছে নিজল ক্রিয়েটিভ।’

উল্লেখ্য, ১০ বছরে পা রাখা ফটোগ্রাফি প্রতিষ্ঠান নিজল ক্রিয়েটিভ ২০১২ সালের ৫ মে যাত্রা শুরু করে। ফটোগ্রাফির পাশাপাশি ভিডিও প্রোডাকশন নিয়ে কাজ করছে তারা।

বিস্তারিত জানতে পারবেন প্রতিষ্ঠানটির ওয়েবসাইট www.nijolcreative.com ভিজিট করুন।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

ফিচার এর সর্বশেষ

সস্তার পেয়ারার গুণে বশে থাকে ডায়াবেটিস-উচ্চ রক্তচাপসহ নানা জটিল রোগ

যে পাঁচ সমস্যায় আক্রান্তরা গুড় খাওয়ার আগে একবার ভাবুন, নইলে...

সাজেদুর রহমান শাফায়েতের স্বপ্ন পৃথিবী ঘুরে দেখা

খাওয়ার পরপরই চা পান উপকার না ক্ষতি? কী বলছেন বিশেষজ্ঞরা

জ্বরের মধ্যে যে পাঁচ খাবার খেলেই বিপদ! জানুন, সাবধান হোন

গরমে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে ডায়াবেটিস রোগীদের! সুস্থ থাকবেন যেভাবে

মুখে দুর্গন্ধের কারণে হা করতেও অস্বস্তি লাগে? সমাধান কী জানুন

লিভার ভালো রাখে লাউ! ওজন এবং উচ্চ রক্তচাপও থাকে নিয়ন্ত্রণে

কিডনি ভালো রাখে আমের পাতা! উচ্চ রক্তচাপও থাকে নিয়ন্ত্রণে

ইফতার ও সাহরিতে বাহারি আয়োজন ধানমন্ডির দ্য ফরেস্ট লাউঞ্জে

এই বিভাগের সব খবর

শিরোনাম :