পদ্মার এক চিতলের দাম ২০ হাজার টাকা

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৫

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস

রাজবাড়ীর পদ্মা নদীতে ধরা পড়েছে ১২ কেজি ওজনের বিশালাকৃতির একটি চিতল মাছ। শনিবার সকালে স্থানীয় রতন জেলের জালে ধরা পড়া মাছটি প্রথমে ১৮ হাজার ৬০০ টাকায় কিনে নেন দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী শাহজাহান। পরে তিনি সেটি ঢাকার এক ব্যক্তির কাছে ২০ হাজার টাকায় বিক্রি করেন। 

জেলে রতন হালদার বলেন, শুক্রবার রাত ১০টার দিকে বাড়ি থেকে নৌকা নিয়ে কয়েকজন মিলে পদ্মার ৭ নম্বর ফেরিঘাট এলাকায় নদীতে জাল ফেলে বসে থাকি। শনিবার ভোরে জালে বিশাল চিতলমাছটি ধরা পড়ে। এতো বড় চিতল জালে পাবো তা কখনো কল্পনা করিনি।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান বলেন, সাড়ে ১২ কেজি ওজনের চিতলটি জেলে রতন হালদারের কাছ থেকে শনিবার সকাল কিনে চিতলের ছবি তুলে ফসবুকে আপলোড দিয়ে ঢাকার এক ক্রেতার কাছে বিশ হাজার টাকায় বিক্রি করেছি।

রাজবাড়ী জেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, বর্ষা মৌসুমে নদীতে বিভিন্ন ছোট বড় মাছ পাওয়া গেলেও ১২ কেজি ওজনের চিতল ধরা পড়ার ঘটনা বিরল।

তিনি বলেন, ভবিষতে মৎস্য বিভাগ পদ্মার বড় বড় মাছ সংরক্ষণ করার জন্য দৌলতদিয়া ঘাটের ভাটিতে অভায় আশ্রম করা হবে।  

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/পিএল)